হোম > বিশ্ব > চীন

ফেব্রুয়ারির কয়লাখনি ধসে ৫৩ জন নিহতের কথা জানাল চীন 

চীনের উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ায় চলতি ফেব্রুয়ারিতে একটি কয়লাখনিতে ধস নামে। এ দুর্ঘটনায় ৫৩ জন কয়লাশ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি)। ফ্রান্সভিত্তিক সংবাদমাধ্যম এএফপি এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি দুর্গম আলক্সা লিগের উন্মুক্ত ওই কয়লাখনি ধসে অনেক মানুষ নিখোঁজ হয়েছিলেন। এ দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের ভেতর থেকে ছয়জনকে জীবিত ও ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করলেও কর্তৃপক্ষ কয়েক মাস ধরে এ ব্যাপারে আর কোনো তথ্য জানায়নি।

রাষ্ট্রীয় সম্প্রচারকেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, সেখানে খনি ধসের পর নিখোঁজ হিসেবে দেখানো ৪৭ জনের বেঁচে থাকার জোরালো কোনো লক্ষণ নেই বলে নিশ্চিত করা হয়েছে। আঞ্চলিক জরুরি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ কথা জানানো হয়।

সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, সেখানে ‘অনুসন্ধান ও উদ্ধারকাজ শেষ করা হয়েছে।’ আরও বলা হয়, ২২ ফেব্রুয়ারি বড় ধরনের এই খনি দুর্ঘটনায় ৫৩ জনের প্রাণহানি ঘটে। আলক্সা লিগে চীনের অন্যান্য এলাকার স্বল্প মানুষের বাস। এই এলাকার অর্থনীতি মূলত খনিজ শিল্পের ওপর নির্ভরশীল।

জন্মহার বাড়াতে নতুন কৌশল—কনডমসহ জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর দাম বাড়াল চীন

চীনা প্রযুক্তির প্রথম যাত্রীবাহী উড়োজাহাজের ককপিটে প্রথম নারী ক্যাপ্টেন

২ সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিমি গতি, চোখের পলকে ছুটে বিশ্ব রেকর্ড গড়ল চীনের ট্রেন

প্রথমবারের মতো বিচ্ছিন্ন কান পায়ে প্রতিস্থাপন, ফের যথাস্থানে স্থাপন

অরুণাচলকে চীনের ‘মূল স্বার্থ’ বলছে পেন্টাগন, ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান বেইজিংয়ের

চীনে এক সন্তান নীতির প্রবক্তার মৃত্যু, শ্রদ্ধার চেয়ে সমালোচনাই বেশি

নতুন করে শতাধিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন: পেন্টাগন

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে