হোম > বিশ্ব > এশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বালি

ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার বালি ও লম্বুক দ্বীপ। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরের দিকে এই ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের পরপরই দুই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ৭ মাত্রার হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার মাতরম দ্বীপ থেকে প্রায় ২০৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫১৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। 

ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। দুটি সংস্থাই জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। 

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকের বালি ও লম্বুকের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। মূল ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। 

কয়েক দফা ভূমিকম্পের প্রথম দফায় আঘাত হানার পরপরই স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি দ্বীপের উপকূল ভরে যায় মানুষে। স্থানীয় একটি হোটেলের ম্যানেজার সাউদি বলেন, ‘বেড়াতে আসা লোকজন ভয়ে হোটেল ছেড়ে বের হলেও তাঁরা এখনো হোটেলের আশপাশেই অবস্থান করছে।’ 

ভূমিকম্পের মাত্রা বেশি হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষতি হয়নি।’

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে