হোম > বিশ্ব > এশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বালি

ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার বালি ও লম্বুক দ্বীপ। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরের দিকে এই ভূমিকম্প সংঘটিত হয়। ভূমিকম্পের পরপরই দুই দ্বীপের স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। ইউরোপিয়ান-মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ৭ মাত্রার হলেও এতে সুনামির কোনো আশঙ্কা নেই। ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইন্দোনেশিয়ার মাতরম দ্বীপ থেকে প্রায় ২০৩ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫১৬ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়। 

ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। দুটি সংস্থাই জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। 

ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৪টার দিকের বালি ও লম্বুকের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। মূল ভূমিকম্পের পরপরই ৬ দশমিক ১ ও ৬ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। 

কয়েক দফা ভূমিকম্পের প্রথম দফায় আঘাত হানার পরপরই স্থানীয়রা ঘর থেকে বের হয়ে আসে। কয়েক সেকেন্ডের মধ্যেই দুটি দ্বীপের উপকূল ভরে যায় মানুষে। স্থানীয় একটি হোটেলের ম্যানেজার সাউদি বলেন, ‘বেড়াতে আসা লোকজন ভয়ে হোটেল ছেড়ে বের হলেও তাঁরা এখনো হোটেলের আশপাশেই অবস্থান করছে।’ 

ভূমিকম্পের মাত্রা বেশি হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষতি হয়নি।’

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট