হোম > বিশ্ব > এশিয়া

সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান 

আফগানিস্তানের সরকারি কর্মীদের কাজে ফিরতে দিচ্ছে না তালেবান। এতে সাপ্তাহিক কর্মদিবসের প্রথম দিনে কাজে যেতে পারেনি আফগানিস্তানের সরকারি কর্মীরা। 

গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণে নেয় তালেবান। আফগান বিদ্রোহী এই গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানই বন্ধ করে দেওয়া হয়। এমন অস্থির পরিস্থিতিতে কাবুলে খুব কম বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হয়। এ সময়ের মধ্যে আফগানিস্তানে দুদিন সরকারি ছুটি। 

যদিও আফগান নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, সরকারি প্রতিষ্ঠানগুলোর কাজ কর্মীরা চালিয়ে যেতে পারবে। 

হামাদুল্লাহ নামের একজন সরকারি কর্মী জানান, আমি আজ সকালে অফিসে যাই। সেখানে তালেবান সদস্যরা আমাদেরকে জানান এখনো অফিস খোলার নির্দেশনা তাঁরা পাননি। এছাড়া কবে অফিস খুলবে সেটি রেডিও এবং টেলিভিশনে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তালেবান সদস্যরা। 

আফগানিস্তানের সরকারি কর্মীদের সবচেয়ে বড় শঙ্কা হলো তাঁরা ঠিকমতো বেতন পাবে কি-না। 

তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পরেই তাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়। তালেবান আরও জানায় যে কোনো প্রতিশোধ নেবে না তারা। 

আজ শনিবারও আফগানিস্তানের বেশিরভাগ রাস্তা ছিল জনমানব শূন্য। কাবুলের মধ্যভাগে অবস্থিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাস্তাটিও বন্ধ ছিল বলে সেখানকার এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী, তাঁরা আমাদের ঢুকতে দিচ্ছে না। এছাড়া কাবুলে বৈদেশিক মুদ্রা বিনিময়ের বাজারও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা না আসা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত