হোম > বিশ্ব > এশিয়া

পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে ইসরায়েল 

করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ডেলটার বিস্তাররোধে পঞ্চাশোর্ধ্ব মানুষকে টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে ইসরায়েল। আজ শুক্রবার থেকে দেশটিতে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। 

এর আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েল সরকারের পক্ষ থেকে বলা হয়, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া শুরু হবে। 

একটি বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেন, ডেলটার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

গত বছরের ডিসেম্বর থেকে মার্কিন কোম্পানি ফাইজারের করোনার টিকা প্রয়োগ শুরু করে ইসরায়েল। বিশ্বের যে কয়টি দেশ প্রথম করোনার টিকা দেওয়া শুরু করে তাদের মধ্যে ইসরায়েল অন্যতম। করোনার টিকা প্রয়োগের কারণে ইসরায়েলে করোনার সংক্রমণও নিয়ন্ত্রণে এসেছিল। তবে ডেলটা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর দেশটিতে করোনার সংক্রমণ আবারও বেড়ে যায়। 

দুই সপ্তাহ আগে ইসরায়েলে বয়স্ক ব্যক্তিদের তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এ পর্যন্ত ৭ লাখ ৭০ হাজার মানুষ এ পর্যন্ত করোনার টিকা পেয়েছেন 

টিকার বৈষম্য কমাতে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের উন্নত দেশগুলোকে সেপ্টেম্বর পর্যন্ত করোনা টিকার বুস্টার ডোজ বন্ধ রাখার আহ্বান জানায়। 

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা