হোম > বিশ্ব > এশিয়া

চলতি বছর প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

নতুন বছরের শুরুতে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। আজ বুধবার জাপান ও দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে। 

জাপান কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, উত্তর কোরিয়া নিজেদের পূর্ব উপকূলে সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। 

জাতিসংঘ উত্তর কোরিয়াকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে নিষেধ করেছিল। তবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছে, বুধবার নিজেদের পূর্ব উপকূলে উত্তর কোরিয়া একটি সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ বিষয়ে আরও বিচার-বিশ্লেষণ চলছে। 

এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সাংবাদিকদের বলেন, গত বছর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র  নিক্ষেপ করেই যাচ্ছে উত্তর কোরিয়া। এটি খুবই নিন্দনীয়। 

গত বছরের অক্টোবর মাসের শুরুতে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর আগে শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। এ ছাড়া গত সেপ্টেম্বর মাসে পৃথকভাবে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোরও অভিযোগ ওঠে উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি ভয়ংকর বলে মনে করা হয়। কারণ এটির মাধ্যমে দীর্ঘ পরিসরে হামলা চালানো যেতে পারে এবং দ্রুত উড়তে পারে। 
 

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড