হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তান থেকে মার্কিন এবং ন্যাটো সেনা প্রত্যাহার শুরু

ঢাকা:  আফগানিস্তান থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র এবং সামরিক জোট ন্যাটো।  গতকাল শনিবার থেকে এই সেনা প্রত্যহার শুরু হয়।

যুক্তরাষ্ট্র ও নেটো সামরিক জোট প্রায় ২০ বছর ধরে আফগানিস্তানে তাদের উপস্থিতি বজায় রেখেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,  ১ মে, শনিবার শুরু হওয়া সেনা প্রত্যাহার পর্ব আগামী ১১ সেপ্টেম্বর শেষ করার কথা রয়েছে। আফগানিস্তানজুড়ে সহিংসতা বৃদ্ধির মধ্যেই এ সেনা প্রত্যাহার শুরু হল।  

গত বছর আফগানিস্তানের  জঙ্গি গোষ্ঠী তালেবানের  সঙ্গে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি হয়েছিল। ওই চুক্তি অনুযায়ী ১ মে-র মধ্যে বিদেশি বাহিনীগুলো আফগানিস্তানে ছাড়বে এমন প্রতিশ্রুতির বিনিময়ে আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না চালানোর বিষয়ে সম্মত হয়েছিল তালেবান।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, ১ মে থেকে শুরু হবে সেনা প্রত্যাহার। আর এটি শেষ হবে ১১ সেপ্টেম্বরের মধ্যে।  তখন বাইডেন বলেছিলেন, আফগানিস্তান  ‘চিরকালীন যুদ্ধ’  শেষ করতে চান তিনি।

প্রসঙ্গত, ৯/১১ হামলার ২০ বছর  পূর্তি হবে ১১ সেপ্টেম্বর।

এদিকে সেনা প্রত্যাহার দেরি হওয়ার তালেবানরা সতর্ক করে জানিয়েছে, আন্তর্জাতিক সেনাদের ওপর হামলা না করার যে চুক্তি এতদিন কার্যকর ছিল তার মেয়াদ ফুরনোয় তারা এর বাধ্যবাধকতা আর মেনে চলবে না।

এদিকে মার্কিন জেনারেল স্কট মিলারও সেনা প্রত্যাহারের মধ্যে হামলা চালানোর বিষয়ে  তালেবানদের সতর্ক করে  দিয়েছেন। একটি টুইট বার্তায় তিনি বলেন, কোনো ভুল করবেন না। আফগান  নিরাপত্তা বাহিনীকে সমর্থিত জোটের বিরুদ্ধে যে কোনো ধরণের হামলার জোরালো প্রতিক্রিয়া জানানোর সামরিক ক্ষমতা আমাদের রয়েছে।

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি