হোম > বিশ্ব > এশিয়া

ব্যক্তিগত গাড়িতে জ্বালানি তেল বিক্রি বন্ধের ঘোষণা শ্রীলঙ্কা সরকারের

প্রয়োজন ছাড়া সব ধরনের ডিজেল বিক্রি বন্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। এই ঘোষণা অনুসারে আগামী দুই সপ্তাহ দেশটিতে যে সব যানবাহনে পেট্রল না নিলেও চলবে সেগুলোর জন্য পেট্রল বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। কেবল বাস, ট্রেন এবং জরুরি ওষুধ এবং খাদ্য সরবরাহে নিয়োজিত গাড়িতে পেট্রল বিক্রি করা যাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭০ এর দশকের তেল সংকটের পর শ্রীলঙ্কাই প্রথম দেশ যা জ্বালানি তেল ব্যবহারে এমন নিষেধাজ্ঞা দিল। সেই সময়ে ইউরোপ–আমেরিকায় তেলের ব্যবহার কমানোর পাশাপাশি যানবাহনের গতির ঊর্ধ্ব গতিসীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছিল। 

দেশটির সরকারের মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদেনা জানিয়েছেন, শুধু ট্রেন, বাস, চিকিৎসা পরিষেবা ও খাদ্য পরিবহনকারী যানবাহনে জ্বালানি দেওয়া হবে। এ ছাড়া অন্য পরিবহনে জ্বালানি দেওয়া হবে না। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।

এর আগে, গত সোমবার শ্রীলঙ্কার সরকার ঘোষণা দিয়েছিল আগামী ১০ জুলাই পর্যন্ত কোনো ব্যক্তিগত যানবাহনে জ্বালানি তেল বিক্রি করা যাবে না। তবে দেশটির বিপুলসংখ্যক নাগরিক ব্যক্তিগত যানবাহন চালিয়ে তাদের জীবিকা অর্জন করে থাকেন। এ অবস্থায় তাঁরা কীভাবে কী করবে তা ভেবে পাচ্ছেন না। 

তবে সরকারের এমন ঘোষণার পর দেশটির জনসাধারণ বুঝে উঠতে পারছেন না তাঁরা কীভাবে তাদের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের চাহিদা পূরণ করবেন। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের