হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়া বাংলাদেশিদের ভাগাড়ে পরিণত হবে, আশঙ্কা মানবসম্পদ মন্ত্রীর

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের জন্য অনুমোদিত সংস্থার সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২ হাজার করার প্রস্তাবের বিরোধিতা করেছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান। এ ক্ষেত্রে তাঁর আশঙ্কা, এমন হলে মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকের ভাগাড়ে পরিণত হবে। দ্য ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের জন্য বিদেশি কর্মচারী অ্যাপ্লিকেশন সিস্টেম (এসপিপিএ) ২০১৮ সাল থেকে স্থগিত আছে। এর মাঝে শ্রমিক নেওয়ার অনুমোদন দেওয়া হয় ১০টি এজেন্সিকে। গত দুই বছর ধরেই বাংলাদেশের পক্ষ থেকে এজেন্সির সংখ্যা বাড়ানোর বিষয়ে কথা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত শ্রম নিয়োগকারী সংস্থার সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ২ হাজার করার অনুরোধ জানানো হয়েছে। 

তবে এ অনুরোধের বিপরীতে মালয়েশিয়া সরকার দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের ক্রমবর্ধমান অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে দ্য ফ্রি মালয়েশিয়া টুডে। মানবসম্পদ মন্ত্রী এম সারাভানানের শঙ্কা, এতগুলো সংস্থা শ্রমিক পাঠালে, বাংলাদেশি নাগরিকদের আগমন নিয়ন্ত্রণে না থাকলে মালয়েশিয়া ‘ডাম্পিং গ্রাউন্ডে’ পরিণত হতে পারে। তবে এজেন্সির সংখ্যা ১০টির বেশি করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে বলেও তিনি বিশ্বাস করেন; তবে তা ২ হাজার করার বিপক্ষে তিনি।

আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় প্রয়োজনীয় আলোচনার পর প্রস্তাবিত এমওইউ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এ সমঝোতা স্মারকের একটি চূড়ান্ত খসড়া মানবসম্পদ মন্ত্রী পেয়েছেন এবং তিনি তা মন্ত্রিসভায় উত্থাপন করবেন বলেও জানানো হয়।

পূর্ববর্তী ব্যবস্থার অধীনে বাংলাদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় কাজের অনুমতি এবং অন্যান্য ব্যবস্থা করাতে এজেন্টদের সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত দিতে হয়েছে। এবার এই ব্যবস্থাও সংস্কার করা হচ্ছে। জোরপূর্বক কাজ করানো, বেতন স্থগিত, ওভারটাইম ও আপত্তিজনক কাজ করানো বন্ধেও নজর দিচ্ছে মালয়েশিয়া সরকার। এরই মধ্যে ওয়ার্কিং ফর ওয়ার্কার্স (ডব্লিউএফডব্লিউ) অ্যাপে কর্মীদের ১২ হাজার অভিযোগের বিপরীতে ৯৫ শতাংশের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী এম সারাভানান।

আদালতে শিনজো আবের পরিবারের কাছে ক্ষমা চাইলেন হত্যায় অভিযুক্ত

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল