হোম > বিশ্ব > এশিয়া

বকেয়া মেটায়নি তালেবান, বিদ্যুতের সংকট আফগানিস্তানে   

বকেয়া পাওনা না মেটানোর জেরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ একাধিক প্রদেশে বিদ্যুতের জোগান বন্ধ করল উজবেকিস্তান। আফগানিস্তানের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি দা আফগানিস্তান ব্রেশনা শেরকাতের (ডিএবিএস) পক্ষ থেকে গতকাল বুধবার এমনটি জানানো হয়েছে।  

ডিএবিএসের পক্ষ থেকে বলা হয়,  রাজধানী কাবুল ও বাঘলান প্রদেশের বেশ বড় একটি অংশে বিদ্যুতের জোগান বন্ধ করে দিয়েছে উজবেকিস্তান।  পাশাপাশি প্রযুক্তিগত সমস্যার জেরেও কিছু জায়গায় বন্ধ রয়েছে বিদ্যুতের জোগান। শিগগিরই এই সমস্যার সমাধান করা হবে। 

আফগানিস্তানে বিদ্যুৎ উৎপাদন ও জোগান দেওয়ার জন্য সেই অর্থে কোনো কেন্দ্রীয় পরিকাঠামো বা ‘ন্যাশনাল পাওয়ার গ্রিড’ নেই। ফলে  মধ্য এশীয় দেশগুলো থেকেই বিদ্যুৎ আমদানি করতে হয় কাবুলকে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর পদত্যাগ করেছেন দেশের সরকারি বিদ্যুৎ সংস্থার প্রধান দাউদ নুরাজি। তারপর থেকেই কার্যত থমকে রয়েছে সমস্ত প্রশাসনিক কাজ।  মূলত উজবেকিস্তান, তাজিকিস্তান ও তুর্কমিনিস্তান থেকে দেশের প্রয়োজনের ৮০ শতাংশ বিদ্যুৎ আমদানি করে আফগানিস্তান। আর চলতি বছর অনাবৃষ্টির জেরে দেশের বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। আর সেই দেশগুলোর কাছে প্রায় ৬২ মিলিয়ন মার্কিন ডলারের দেনা রয়েছে আফগানিস্তানের।

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭