হোম > বিশ্ব > এশিয়া

জাপানে ভারী তুষারপাতে ১৩ জনের প্রাণহানি

জাপানের উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় গত কয়েক দিনের ভারী তুষারপাতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৮০ জনেরও বেশি। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা গুরুতর। দেশটির সরকারি সংবাদমাধ্যম এনএইচকে’র বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

কয়েক দিনের অবিরাম তুষারপাতে হতাহতের পাশাপাশি, ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে উড়োজাহাজ ও ট্রেন চলাচল। এ ছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে সড়কপথে যানচলাচল ব্যাহত হয়। 

এদিকে দেশের উত্তরাঞ্চল ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় কয়েক ফুট তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতা দিয়েছে জাপানের আবহাওয়া অধিদপ্তর। 

অন্যদিকে শীতকালীন ‘বম্ব সাইক্লোন’ বা তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঞ্চল। বড় দিনের আগে যুক্তরাষ্ট্রে তুষারঝড় সম্পর্কিত নানা দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানি হয়েছে। গত শুক্রবার ১৫ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল করতে হয়। উদ্ভূত পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন আমেরিকার অন্তত ২৫ কোটি মানুষ। 

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মন্টানার এলক পার্কের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। মিশিগানের হেল শহর পুরোপুরি তুষারের চাদরে ঢাকা পড়ে। শুক্রবার রাতে হেল শহরের তাপমাত্রা ছিল মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২