হোম > বিশ্ব > এশিয়া

ইরাকে করোনা হাসপাতালে আগুন, নিহত বেড়ে ৯২

ইরাকের একটি হাসপাতালের করোনা ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন শতাধিক। হাসপাতালের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ার আল-হুসেন হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্যাপক চেষ্টার পর রাতেই সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ জানিয়েছে, অক্সিজেন ট্যাংকের ত্রুটিপূর্ণ তারে স্পার্কের পর সেটি বিস্ফোরিত হলে করোনা ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে থাকা রিপোর্টাররা বলছেন, আগুন নিয়ন্ত্রণের পর হাসপাতালের ভেতর থেকে দগ্ধ মরদেহ বের করে আনা হয়। জীবিতদের উদ্ধারে সেখানে এখনো তল্লাশি করছেন উদ্ধারকর্মীরা।

দেশটির স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, করোনার ইউনিটের ভেতরে এখনো অনেক রোগী আটকা পড়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। দুর্ঘটনাকবলিত ওই ওয়ার্ডটিতে ৭০ জন করোনার রোগীর চিকিৎসা নেওয়ার মতো সুযোগ-সুবিধা ছিল। অগ্নিকাণ্ডের সময় ভেতরে ৬৩ জন রোগী ছিল।

এদিকে করোনার ইউনিটে আগুন ছড়িয়ে পড়ার পর হাসপাতালের সামনে আটকে পড়া রোগীদের স্বজনেরা বিক্ষোভ করেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ ঘটনায় তুমুল সমালোচনার সৃষ্টি হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিদের পদত্যাগের দাবি করেছেন অনেকে।

প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি হাসপাতালের প্রধানকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

করোনায় ইরাকের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। দেশটিতে দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধ, দুর্নীতি এর অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইরাকে এ পর্যন্ত ১৪ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৭ হাজারের বেশি মানুষ।

এর আগে গত এপ্রিলে বাগদাদের একটি হাসপাতালে অক্সিজেনের ট্যাংক বিস্ফোরণের ঘটনায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। সেই ঘটনার পরপরই দেশটির স্বাস্থ্যমন্ত্রী হাসান আল তামিমি পদত্যাগ করেন।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২