হোম > বিশ্ব > এশিয়া

দুই সপ্তাহের জন্য অপ্রয়োজনীয় জ্বালানি তেল বিক্রি বন্ধ করল শ্রীলঙ্কা

আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা এবার জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী দুই সপ্তাহ শুধু আপৎকালীন পরিষেবায় যুক্ত গাড়িগুলো একমাত্র পেট্রল ও ডিজেল পাবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গতকাল সোমবার দেশটির সরকার বলেছে, আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রল ও ডিজেল বিক্রি করা হবে না। এ ছাড়া বাড়িতে থেকেই বাসিন্দাদের কাজ করার অনুরোধ করেছে সরকার।

দেশটির সরকারের মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদেনা জানিয়েছেন, শুধু ট্রেন, বাস, চিকিৎসা পরিষেবা ও খাদ্য পরিবহনকারী যানবাহনে জ্বালানি দেওয়া হবে। এ ছাড়া অন্য পরিবহনে জ্বালানি দেওয়া হবে না। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।

সরকারের এই মুখপাত্র বলেন, শহরাঞ্চলের স্কুলগুলো বন্ধ থাকবে এবং সবাইকে বাড়ি থেকে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া আন্তঃপ্রাদেশিক বাস সার্ভিস সীমিত থাকবে বলে জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের সংকটের কারণে দেশটির অটোরিকশাচালকেরা দুর্বিষহ দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দা ডব্লিউ ডি শেলটন নামের এক অটোরিকশাচালক জানান, তিনি জ্বালানির জন্য চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শেলটন বলেন, ‘এই সময়ে আমি ঠিকমতো ঘুমাইনি বা খাইনি। আমরা উপার্জন করতে পারি না, আমরা আমাদের পরিবারকে খাওয়াতে পারি না।’ 

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি