হোম > বিশ্ব > এশিয়া

দুই সপ্তাহের জন্য অপ্রয়োজনীয় জ্বালানি তেল বিক্রি বন্ধ করল শ্রীলঙ্কা

আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা এবার জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। আগামী দুই সপ্তাহ শুধু আপৎকালীন পরিষেবায় যুক্ত গাড়িগুলো একমাত্র পেট্রল ও ডিজেল পাবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।

গতকাল সোমবার দেশটির সরকার বলেছে, আগামী ১০ জুলাই পর্যন্ত ব্যক্তিগত যানবাহনের জন্য পেট্রল ও ডিজেল বিক্রি করা হবে না। এ ছাড়া বাড়িতে থেকেই বাসিন্দাদের কাজ করার অনুরোধ করেছে সরকার।

দেশটির সরকারের মুখপাত্র বান্দুলা গুনাওয়ারদেনা জানিয়েছেন, শুধু ট্রেন, বাস, চিকিৎসা পরিষেবা ও খাদ্য পরিবহনকারী যানবাহনে জ্বালানি দেওয়া হবে। এ ছাড়া অন্য পরিবহনে জ্বালানি দেওয়া হবে না। আজ মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে।

সরকারের এই মুখপাত্র বলেন, শহরাঞ্চলের স্কুলগুলো বন্ধ থাকবে এবং সবাইকে বাড়ি থেকে কাজ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এ ছাড়া আন্তঃপ্রাদেশিক বাস সার্ভিস সীমিত থাকবে বলে জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের সংকটের কারণে দেশটির অটোরিকশাচালকেরা দুর্বিষহ দিন কাটাচ্ছেন। স্থানীয় বাসিন্দা ডব্লিউ ডি শেলটন নামের এক অটোরিকশাচালক জানান, তিনি জ্বালানির জন্য চার দিন ধরে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

শেলটন বলেন, ‘এই সময়ে আমি ঠিকমতো ঘুমাইনি বা খাইনি। আমরা উপার্জন করতে পারি না, আমরা আমাদের পরিবারকে খাওয়াতে পারি না।’ 

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭