হোম > বিশ্ব > এশিয়া

আফগানদের জন্য ৬০ কোটি ডলারের তহবিল গঠন করছে জাতিসংঘ

আফগানিস্তানের জন্য ৬০ কোটি ডলারেরও বেশি তহবিল সংগ্রহের চেষ্টা করছে জাতিসংঘ। দেশটি বড় মানবিক সংকটের মুখোমুখি উল্লেখ করে আজ জেনেভায় একটি সম্মেলনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

জাতিসংঘের মহাসচিব বলেন, কয়েক দশকের যুদ্ধ, কষ্ট এবং নিরাপত্তাহীনতার পর আফগানরা সম্ভবত সবচেয়ে বিপজ্জনক মুহূর্তের মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে ৬০ কোটি ডলার হলে লাখ লাখ মানুষের জন্য 'গুরুত্বপূর্ণ ত্রাণ' দেওয়া যাবে। 

উদ্বোধনী বক্তব্যে গুতেরেস আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিকে একটি 'দুর্যোগপূর্ণ বিপর্যয়' বলে অভিহিত করেন। এ অবস্থায় আফগানিস্তানের জনগণের একটি লাইফলাইন অত্যন্ত প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। 

গুতেরেস বলেন, 'আজ এক-তৃতীয়াংশ আফগান জানে না যে তাদের পরবর্তী বেলার খাবার কোথা থেকে আসবে। দারিদ্র্যের হার বাড়ছে এবং প্রাথমিক সরকারি সেবাগুলো ধ্বংসের কাছাকাছি। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। একই সঙ্গে আগামী ৪ বছরের মধ্যে আফগানিস্তানের দ্বিতীয়বারের মতো মারাত্মক খরার মুখোমুখি হবে। শীত ঘনিয়ে আসছে, এই মাসের শেষের দিকেই অনেকের খাদ্য শেষ হয়ে যেতে পারে।' 

একই সঙ্গে স্বেচ্ছাসেবকদের আফগানিস্তানে নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান মহাসচিব। 

চলতি বছরের ১৫ই আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তালেবান বনাম আফগান সরকার ও ন্যাটোর যোদ্ধাদের যুদ্ধে এই বছরেই সাড়ে ৫ লাখ লোক বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। সব মিলে বর্তমানে দেশটিতে ৩৫ লাখ লোক বাস্তুচ্যুত। খাবারেও রয়েছে সংকট। 

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত