হোম > বিশ্ব > এশিয়া

কবিতায় উত্তর কোরিয়ার প্রশংসা করে জেলে গেলেন দক্ষিণের কবি

একটি কবিতায় উত্তর কোরিয়ার প্রশংসা করার জন্য ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে দক্ষিণ কোরিয়ার আদালত।

আজ সোমবার প্রদান করা ওই রায়ের বিষয়ে বিবিসি জানিয়েছে, লি ইউন-সিওপ ২০১৬ সালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি লেখায় দুই কোরিয়াকে একীকরণ করার পক্ষে কথা বলেছেন।

তিনি লিখেছেন, দুই কোরিয়া পিয়ংইয়ংয়ের সমাজতান্ত্রিক ব্যবস্থার অধীনে একত্রিত হলে মানুষ বিনা মূল্যে বাসস্থান, স্বাস্থ্যসেবা ও শিক্ষা পাবে।

দক্ষিণ কোরিয়ায় জনসমক্ষে উত্তর কোরিয়ার প্রশংসা করা নিষিদ্ধ—এমন একটি আইনের অধীনে ইউন-সিওপকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

 ‘মিনস অফ ইউনিফিকেশন’ শিরোনামের ওই কবিতায় ইউন-সিওপ আরও যুক্তি দেন, অখণ্ড কোরিয়ায় আত্মহত্যার প্রবণতা এবং মানুষের ঋণের প্রয়োজনীয়তা কমবে। কবিতাটি ২০১৬ সালের নভেম্বরে উত্তর কোরিয়ায় অনুষ্ঠিত একটি প্রতিযোগিতার বিজয়ী হয়েছিল।

দ্য কোরিয়া হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউন-সিওপ এ ধরনের উত্তর কোরিয়া প্রীতির জন্য অতীতে ১০ মাস জেলে ছিলেন।

২০১৩ সালে তিনি উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রশংসা করে অনলাইনে মন্তব্য পোস্ট করেছিলেন এবং পরবর্তী বছরগুলোতে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ব্লগ ও ওয়েবসাইটে রাষ্ট্রবিরোধী বিভিন্ন বিষয় পোস্ট করেছেন।

আজ সোমবার দক্ষিণ কোরিয়ার আদালতে ইউন-সিওপের বিরুদ্ধে রায়ে বলা হয়েছে—উত্তরকে মহিমান্বিত এবং প্রশংসা করে প্রচার চালাচ্ছেন তিনি।

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭

৭.৬ মাত্রার ভূমিকম্পে জাপানে আহত ৩০, সরিয়ে নেওয়া হয়েছে হাজারো মানুষকে

অস্ট্রেলিয়ায় তরুণীকে হত্যার পর ৪ বছর ভারতে লুকিয়ে ছিলেন ঘাতক