হোম > বিশ্ব > এশিয়া

আইএসের বিরুদ্ধে লড়তে আত্মঘাতী বাহিনী গড়ার পরিকল্পনা তালেবানের

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই জোরদার করতে আত্মঘাতী বাহিনী গড়ার পরিকল্পনা করছে তালেবান সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

গত বছরের আগস্টে ক্ষমতা নেওয়ার আগেও মার্কিনিদের বিরুদ্ধে আত্মঘাতী লড়াই চালিয়েছে তালেবান। তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি বলেন, ‘এখন আমরা পুনরায় আত্মঘাতী বাহিনী গড়তে চাই। আফগানিস্তানের নিরাপত্তার জন্য সারা দেশে থাকা আত্মঘাতী বোমা হামলাকারীদের বিক্ষিপ্ত স্কোয়াডগুলোকে একক ইউনিটের অধীনে কাজ করাতে চাই।’ 

বিলাল করিমি জানিয়েছেন, আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়তেই এই আত্মঘাতী বাহিনী গড়ে তোলা হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এ পর্যন্ত পাঁচটি বড় হামলা চালিয়েছে আইএস। আর এসব হামলা ছিল আত্মঘাতী। 

এ নিয়ে করিমি বলেন, যাঁর শহীদ হতে চান, সেই সব ব্যক্তিকে এই বিশেষ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। তাঁদের বিশেষ অপারেশনের জন্য ব্যবহার করা হবে। 

করিমি জানান, কৌশলের অংশ হিসেবে তালেবান একটি শক্তিশালী ও সজ্জিত সেনাবাহিনী গড়ে তোলার চেষ্টা করছে। এই বাহিনী সারা দেশ ও সীমান্তে মোতায়েন থাকবে। 

এর আগে গত নভেম্বরে তালেবানের চিফ অব স্টাফ কারি ফাইশুদ্দিন বলেন, প্রায় দেড় লাখ সেনা নতুন নিয়োগ দেবে তালেবান। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আসনে লড়বেন নেপালে জেন-জি বিক্ষোভের মুখ বালেন শাহ

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে