হোম > বিশ্ব > এশিয়া

তালেবানের সঙ্গে আলোচনায় কোনো অগ্রগতির আশা করছে না রাশিয়া

আগামী সপ্তাহে মস্কোতে অনুষ্ঠেয় তালেবানের সঙ্গে আলোচনায় তেমন কোনো অগ্রগতি আশা করছে না রাশিয়া। গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন আফগানিস্তানে থাকা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি জমির কাবুলভ। 

রুশ সংবাদ সংস্থা আরআইএতে প্রকাশিত কাবুলভের বক্তব্যের বরাত দিয়ে রয়টার্স জানায়, আগামী বুধবার অনুষ্ঠেয় আলোচনায় তালেবান সদস্যরা উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছে। তবে তাদের কোন প্রতিনিধি এই আলোচনায় অংশ নেবেন, সে সম্বন্ধে তারা এখনো কিছু জানায়নি। 

আরআইএকে কাবুলভ বলেন, ‘আমরা জানি, আফগান সমস্যা নিরসন এক দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। তাই তালেবানের সঙ্গে এই আলোচনায় আমরা তেমন কিছুই আশা করছি না। ওই আলোচনার আগে আগামী মঙ্গলবার আফগান পরিস্থিতিতে মস্কোতে রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের চারজন প্রতিনিধি এক পৃথক বৈঠকে মিলিত হবেন। দেশটির পরিবর্তিত পরিস্থিতিতে কীভাবে একত্রে কাজ করা যায়, সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে তাদের এই আলোচনা। 

এর আগে গত মার্চে মস্কোতে এই চার দেশ আফগানবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। ওই সম্মেলনে এক যৌথ বিবৃতির মাধ্যমে তারা সহিংসতা বন্ধ করে তৎকালীন যুদ্ধরত আফগানদের শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিল। 

যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ২০ বছর পর আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের প্রেক্ষাপটে গত ১৫ আগস্ট কাবুল দখল করে তালেবান। এ অবস্থায় মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। এ নিয়েই তালেবানের সঙ্গে বৈঠকে বসছে তারা। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাদের সীমান্তে সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের আওতাভুক্ত মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে শঙ্কায় আছে রাশিয়া। তাদের ধারণা, বর্তমান আফগান পরিস্থিতি এই অঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা বাড়িয়েছে। তাই তালেবান আফগান দখলের পর থেকেই মস্কো তাজিকিস্তানে তার সামরিক ঘাঁটির সক্ষমতা বাড়িয়ে, সে অঞ্চলে প্রায়ই সামরিক মহড়া দিচ্ছে। 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর আসনে লড়বেন নেপালে জেন-জি বিক্ষোভের মুখ বালেন শাহ

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে