হোম > বিশ্ব > এশিয়া

ফের ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, অভিযোগ দক্ষিণের

উত্তর কোরিয়ার পিয়ংইয়ং বিমানবন্দর থেকে দুইটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। এই নিয়ে চলতি মাসে এ পর্যন্ত চারটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানও ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের অভিযোগ করেছে। জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনো এটিকে শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন। তিনি এ ঘটনায় নিন্দা জানান।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, সোমবার পিয়ংইয়ংয়ের সুনান এয়ারফিল্ড থেকে দু’টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল (এসআরবিএম) উৎক্ষেপণ করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে মধ্যমপাল্লার ব্যালিস্টিক মিসাইল (আইআরবিএম) ক্ষেপণাস্ত্র হোয়াসং-১২ পরীক্ষামূলকভাবে নিক্ষেপের কাজে একই এয়ারফিল্ড ব্যবহার করেছিল উত্তর কোরিয়া।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে