আফগানিস্তানের রাজধানী কাবুলের ঈদগাহ মসজিদের বাইরে হামলার ঘটনায় দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আইএসের মুখপত্র বার্তা সংস্থা আমাকের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। এই হামলায় কমপক্ষে পাঁচজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন।
আইএসের দায় স্বীকারের আগে তালেবানের প্রধান মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেন, এই হামলার সঙ্গে আইএস জড়িত।
এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হওয়ার পর ইসলামিক স্টেটের (আইএস) একটি আস্তানা ধ্বংস করেছে তালেবান সরকারের বাহিনীগুলো।
সোমবার টুইটারে দেওয়া এক বিবৃতিতে তালেবান মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ বলেছেন, রোববার দিন শেষে বিশেষ একটি তালেবান ইউনিট কাবুলের উত্তর অংশে ১৭তম ডিস্ট্রিক্টে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে।