হোম > বিশ্ব > এশিয়া

আফগান সাবেক সরকারের ইমেইল অ্যাকাউন্ট লক করে দিয়েছে গুগল 

আফগানিস্তানের সাবেক সরকারের বেশ কিছু ইমেইল অ্যাকাউন্ট সাময়িকভাবে লক করে দিয়েছে গুগল। তবে কতটি ইমেইল অ্যাকাউন্ট লক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এই ঘটনার সম্পর্কিত একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গুগলের পক্ষ থেকে বলা হচ্ছে, আফগানিস্তানের সরকারের তথ্য সুরক্ষার জন্যই অ্যাকাউন্টগুলো লক করে দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট কাবুল নিয়ন্ত্রণে নেয় আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। শঙ্কা করা হচ্ছিল, এ সব তথ্য বের করে আফগানিস্তানের নতুন শাসকেরা তাদের শত্রুদের দমনে ব্যবহার করতে পারে। 

গতকাল শুক্রবার একটি বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়, আমরা আফগানিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তথ্য সুরক্ষার জন্য সাময়িকভাবে অ্যাকাউন্ট লক করে দিয়েছি। সাবেক আফগান সরকারের একজন কর্মী রয়টার্সকে জানিয়েছেন, তালেবান সাবেক সরকারের ইমেইল উদ্ধারের চেষ্টা করছে। 

গত মাসে ওই কর্মী জানিয়েছিলেন, তালেবান তাকে বিভিন্ন মন্ত্রণালয়ের সার্ভারের তথ্য সংরক্ষণের জন্য বলেছে।  ওই কর্মী বলেন, আমি যদি এমনটি করি, তাহলে তারা সাবেক সরকারের তথ্য পেয়ে যাবে। 
ওই ব্যক্তির নিরাপত্তার জন্য তাঁর পরিচয় প্রকাশ করেনি রয়টার্স। 

মেইল এক্সচেঞ্জারের রেকর্ড বলছে, সাবেক আফগান সরকারের প্রায় ২৪টি অফিশিয়াল ইমেইল লক করে দিয়েছে গুগল। এদের মধ্যে আফগানিস্তানের অর্থ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, উচ্চ শিক্ষা এবং খনি মন্ত্রণালয়ের ইমেইল অ্যাকাউন্ট ছিল। এ ছাড়া আফগানিস্তানের প্রেসিডেন্ট অফিস থেকেও গুগলের অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। 

মেইল এক্সচেঞ্জারের রেকর্ড থেকে আরও জানা যায়, গুগল ছাড়াও গত আফগান সরকারের কাজকর্মে মাইক্রোসফটের ইমেইল অ্যাকাউন্টও ব্যবহার হতো। পররাষ্ট্র দপ্তর এবং প্রেসিডেন্টের অফিস এই ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হতো। তবে মাইক্রোসফট এই তথ্য সংরক্ষণে কোনো উদ্যোগ নিয়েছে কি-না তা এখনো জানা যায়নি। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২