হোম > বিশ্ব > এশিয়া

দ. কোরিয়ার প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ধন্যবাদ 

দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্টকে দুই দেশের সম্পর্ক উন্নত করার চেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কাছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে এই উষ্ণ শুভেচ্ছা মুনের দায়িত্ব ছাড়ার মাত্র তিন সপ্তাহ আগে এল। তবে মুনের স্থলাভিষিক্ত হতে যাওয়া নতুন রক্ষণশীল ঘরানার প্রেসিডেন্ট এরই মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এটি এক বিরল সদিচ্ছার ইঙ্গিত। তবে তাঁদের ধারণা, এই সদিচ্ছা দুই কোরিয়ার মধ্যকার উত্তেজনা নিরসনে যথেষ্ট নয়। তাঁরা আরও সন্দিহান যে উত্তর কোরিয়ার তরফ থেকে দেওয়া এই উষ্ণ বার্তা দুই বৈরী রাষ্ট্রের মধ্যকার সম্পর্কে কোনো বড় ধরনের অগ্রগতির সূচনা করতে পেরেছে। তাঁরা এই বলেও সতর্ক করেছে যে মুনকে উত্তর কোরিয়ার ধন্যবাদ জ্ঞাপনের ফলে তাঁর উত্তরসূরি ইউন সুক ইওলকে দুই দেশের সম্পর্ক আরও অবনতির জন্য প্ররোচিত করতে পারে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোই সর্বপ্রথম এই শুভেচ্ছা বার্তা বিনিময়ের বিষয়ে প্রতিবেদন করে এবং মুন ও তাঁর উদারপন্থী প্রশাসনের প্রচেষ্টার জন্য তাঁদের প্রশংসা করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘ক্ষমতায় থাকার শেষ দিন পর্যন্ত দুই দেশের কল্যাণের জন্য মুন জায়ে ইনের প্রচেষ্টার প্রশংসা করেছেন কিম জং উন। চিঠির আদান-প্রদান ছিল দুই নেতার মধ্যকার গভীর আস্থার বহিঃপ্রকাশ।’ 

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক