হোম > বিশ্ব > এশিয়া

দ. কোরিয়ার প্রেসিডেন্টকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের ধন্যবাদ 

দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে ইনকে ধন্যবাদ জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বিদায়ী প্রেসিডেন্টকে দুই দেশের সম্পর্ক উন্নত করার চেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের কাছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের পক্ষ থেকে এই উষ্ণ শুভেচ্ছা মুনের দায়িত্ব ছাড়ার মাত্র তিন সপ্তাহ আগে এল। তবে মুনের স্থলাভিষিক্ত হতে যাওয়া নতুন রক্ষণশীল ঘরানার প্রেসিডেন্ট এরই মধ্যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।

বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে এটি এক বিরল সদিচ্ছার ইঙ্গিত। তবে তাঁদের ধারণা, এই সদিচ্ছা দুই কোরিয়ার মধ্যকার উত্তেজনা নিরসনে যথেষ্ট নয়। তাঁরা আরও সন্দিহান যে উত্তর কোরিয়ার তরফ থেকে দেওয়া এই উষ্ণ বার্তা দুই বৈরী রাষ্ট্রের মধ্যকার সম্পর্কে কোনো বড় ধরনের অগ্রগতির সূচনা করতে পেরেছে। তাঁরা এই বলেও সতর্ক করেছে যে মুনকে উত্তর কোরিয়ার ধন্যবাদ জ্ঞাপনের ফলে তাঁর উত্তরসূরি ইউন সুক ইওলকে দুই দেশের সম্পর্ক আরও অবনতির জন্য প্ররোচিত করতে পারে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোই সর্বপ্রথম এই শুভেচ্ছা বার্তা বিনিময়ের বিষয়ে প্রতিবেদন করে এবং মুন ও তাঁর উদারপন্থী প্রশাসনের প্রচেষ্টার জন্য তাঁদের প্রশংসা করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ‘ক্ষমতায় থাকার শেষ দিন পর্যন্ত দুই দেশের কল্যাণের জন্য মুন জায়ে ইনের প্রচেষ্টার প্রশংসা করেছেন কিম জং উন। চিঠির আদান-প্রদান ছিল দুই নেতার মধ্যকার গভীর আস্থার বহিঃপ্রকাশ।’ 

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়