হোম > বিশ্ব > এশিয়া

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, আহত ৯০

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা গতকাল রাতের শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলেছে, গতকালের ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৯৪ জন। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আগামী দুই-তিন দিন বড় আকারের কোনো ভূমিকম্পের বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অন্যদিকে জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৯৪ জন আহত হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

গতকাল বুধবার রাতে জাপানের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে এলাকাটিতে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে। 

জাপানের আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়। 

২০১১ সালে উত্তর জাপানের এই অঞ্চলে ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছিল। বুধবারের ভূমিকম্পটি ২০১১ সালের মার্চ মাসের সেই ভূমিকম্পের বিপর্যয়ের ১১তম বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পরেই এই ভূমিকম্প হলো। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার