হোম > বিশ্ব > এশিয়া

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ২, আহত ৯০

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা গতকাল রাতের শক্তিশালী ভূমিকম্পে অন্তত দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তবে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা বলেছে, গতকালের ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৯৪ জন। 

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। আগামী দুই-তিন দিন বড় আকারের কোনো ভূমিকম্পের বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অন্যদিকে জাপানের অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৯৪ জন আহত হয়েছে, তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

গতকাল বুধবার রাতে জাপানের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এই ভূমিকম্পের ফলে এলাকাটিতে সুনামির আশঙ্কা দেখা দেওয়ায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। তবে পরে সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে। 

জাপানের আবহাওয়া দপ্তর জানায়, ভূমিকম্পটি সমুদ্রের প্রায় ৬০ কিলোমিটার বা ৩৬ মাইল নিচে উৎপত্তি হয়। 

২০১১ সালে উত্তর জাপানের এই অঞ্চলে ভয়াবহ ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছিল। বুধবারের ভূমিকম্পটি ২০১১ সালের মার্চ মাসের সেই ভূমিকম্পের বিপর্যয়ের ১১তম বছর পূর্ণ হওয়ার কয়েক দিন পরেই এই ভূমিকম্প হলো। 

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে