হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের ৩ জেলা পুনর্দখলে নিল তালেবানবিরোধীরা 

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের ৩টি জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে তালেবান। আফগানিস্তানের বৃহত্তম বার্তাসংস্থা খামা প্রেস নিউজ এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই জেলাসমূহ হলো-পুল-ই-হেসার, দেহ সালাহ ও কাসান (বানু জেলা)। 

আফগানিস্তানের সাবেক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদিও এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন। টুইটবার্তায় তিনি বলেন, ‘তালেবান সন্ত্রাসীদের প্রতিহত করা আমাদের দায়িত্ব। পুল-ই-হেসার, দেহ সালাহ ও বানু জেলা তালেবান দখলমুক্ত হয়েছে। বাঘলান প্রদেশের এই তিন জেলার নিয়ন্ত্রণ এখন বিরোধী জোটের হাতে। আমাদের সংগ্রাম জারি আছে।’ 

খামা প্রেস নিউজ এজেন্সির খবরে বলা হয়, শুক্রবার এই তিন জেলায় দখলদার তালেবান বাহিনীর সঙ্গে সংঘাত হয়েছে বিরোধী জোটের যোদ্ধাদের। এতে নিহত হয়েছেন ৪০ তালেবান, আহত হয়েছেন আরও ১৫ জন। বর্তমানে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বিসমিল্লাহ মোহাম্মদি। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও আছেন একই অঞ্চলে। পাঞ্জশির উপত্যকা এখনো দখল করতে পারেনি তালেবান। 

এদিকে, গত বৃহস্পতিবার রাজধানী কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে তালেবান বাহিনী। এ নিয়ে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কাবুলের বাসিন্দাদের রাত ৯টার পর বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

গত রোববার আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপরেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটি ছেড়ে পালিয়ে যান।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান