হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কান এয়ারলাইনস বিক্রি: ৫১ কোটি ডলারের দায় নিল সরকার 

দীর্ঘ সময় ধরেই লাভ করতে পারছিল না শ্রীলঙ্কার রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা শ্রীলঙ্কান এয়ারলাইন। তাই এটিকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। কিন্তু প্রতিষ্ঠানটির ১২০ কোটি ডলারের দায় থাকায় কোনো পক্ষই কিনতে আগ্রহ দেখাচ্ছিল না। এই অবস্থায় ৫১ কোটি ডলারের দায় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে দেশটির সরকার। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম নিউজ ওয়্যার ও দ্য এডিশনের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৪ মার্চ শ্রীলঙ্কার মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ৫১ কোটি ডলারের দায় চলে যাবে সরকারের কাঁধে। সোজা ভাষায় বললে, কোনো ক্রেতা কিনতে চাইলে তাদের এই পরিমাণ দায় গ্রহণ করতে হবে না অথবা শ্রীলঙ্কা সরকার এই দায় পরিশোধ করে দেবে।

নিকট অতীতে পরিচালনাগত সমস্যায় সৃষ্ট যাত্রীদের গুরুতর অসুবিধার কারণে তীব্র সমালোচনার সম্মুখীন হয় শ্রীলঙ্কান এয়ারলাইনস। এরপর দেশটির প্রেসিডেন্টের প্রস্তাবের ভিত্তিতে সরকার ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের কাছে এয়ারলাইনসটির মোট ১২০ কোটি ডলার ঋণ থেকে ৫১ কোটি ডলার শোধ করার জন্য তহবিল বরাদ্দ দেয়। 

এ বিষয়ে শ্রীলঙ্কার বিমান পরিবহন মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা বলেন, সরকার জাতীয় এয়ারলাইনসের ৫১ কোটি ডলার বকেয়া ঋণ শোধ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তাই এখন শ্রীলঙ্কান এয়ারলাইনসের অগ্রগতি দেখানো উচিত। তিনি আরও বলেন, একটি আকর্ষণীয় ব্যালেন্স শিটসহ শ্রীলঙ্কান এয়ারলাইনসকে আগামী ছয় মাসের মধ্যে পুনর্গঠিত করার পরিকল্পনা করছে সরকার। 

নিমাল সিরিপালা আরও বলেন, এয়ারলাইনসের অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে। পাশাপাশি আগামী ছয় মাসে কোম্পানিতে উল্লেখযোগ্য আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। এ কারণে সংশ্লিষ্ট ইস্যুতে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রশাসনিক কর্মকর্তা ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের একসঙ্গে কাজ করতে হবে। লক্ষ্যমাত্রা অর্জিত না হলে প্রায় ৬ হাজার কর্মচারীর চাকরিতে অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেন তিনি। 

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম অনুসারে, মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভা আজ সোমবার শ্রীলঙ্কান এয়ারলাইনসের প্রশাসন ও ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত বিশেষ আলোচনায় এসব কথা বলেন।

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড