হোম > বিশ্ব > এশিয়া

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত: আরও ২ মরদেহ উদ্ধার

গতকাল রোববার ইয়েতি এয়ারলাইনসের একটি উড়োজাহাজ নেপালের পর্যটন এলাকা পোখারায় বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ৬৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিলেন। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ বাকি দুই আরোহীর সন্ধান পেতে উদ্ধার অভিযান চলছে। 

আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে রোববার ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ বাকি দুই আরোহীর সন্ধান পেতে ড্রোনের সাহায্যে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। কঠিন ভূখণ্ড ও প্রতিকূল আবহাওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

পোখারার পুলিশ কর্মকর্তা অজয় কেসি বলেন, ‘এখানে ঘন কুয়াশা রয়েছে। যেখানে উড়োজাহাজ বিধ্বস্ত ও মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’ 

অজয় কেসি বলেন, ‘যাত্রীদের মধ্যে শিশু ছিল। কেউ একদম পুড়ে ভস্মীভূত হয়ে যেতে পারে। তাঁদের দেহ খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে আমরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রাখব।’ 

উল্লেখ্য, রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়।

নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পোখারার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। 

আরও পড়ুন: 

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়