হোম > বিশ্ব > এশিয়া

দেশ ছাড়ার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে যা বলেছিলেন গনি 

তালেবানের বিরুদ্ধে মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে জানিয়েছিলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান সংবাদমাধ্যম টিওএলও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন অ্যান্টনি  ব্লিঙ্কেন।  

গত ১৫ আগস্ট কাবুল দখলে নেয় আফগানিস্তানের বর্তমান শাসকগোষ্ঠী তালেবান। ওই দিনই আফগানিস্তান ছেড়ে পালিয়ে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আশ্রয় নেন আশরাফ গনি।  

টিওএলও-এর সাংবাদিক ব্লিঙ্কেনকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি গনিকে পালাতে সাহায্য করেছেন?

এর জবাবে ব্লিঙ্কেন বলেন, পালানোর আগের রাতে তাঁর সঙ্গে আমার কথা হয় । তখন তিনি বলেছিলেন যে সে মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চান।

গনি গতকাল বুধবার একটি বিবৃতি দেন। সেখানে তিনি আফগানিস্তানের জনগণে কাছে ক্ষমা চান। 

বিবৃতিতে তিনি বলেন, তালেবান অপ্রত্যাশিতভাবে শহরে  প্রবেশের পর ১৫ আগস্ট হঠাৎ করে কাবুল ত্যাগ করার বিষয়ে আফগান জনগণের কাছে ব্যাখ্যা দিতে আমি বাধ্য। আমি কাবুলে থাককে সেখানে ৯০ দশকের মতো গৃহযুদ্ধে পড়তে হতো।

কাবুল ছাড়া জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়েছে গনি বলেন, এটি ছিল আফগান জনগণকে নিরাপদে রাখার একমাত্র উপায়।

পালানোর সময় লাখ লাখ ডলার সঙ্গে নিয়ে যাওয়ার অভিযোগও অস্বীকার করেন গনি। 

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তালেবান সরকারকে নিয়ে তারা উদ্বিগ্ন। তবে তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবে হবে বলেও জানিয়েছে বাইডেন সরকার। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২