হোম > বিশ্ব > এশিয়া

বিদেশি বিনিয়োগকারীদের ‘গোল্ডেন ভিসা’ দেবে ইন্দোনেশিয়া

জাতীয় অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে বিদেশি ব্যক্তি ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য ‘গোল্ডেন ভিসা’ চালু করতে যাচ্ছে ইন্দোনেশিয়া। সরকারি বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের অভিবাসন বিভাগের মহাপরিচালক সিলমি করিম বিবৃতিতে বলেন, এই গোল্ডেন ভিসার আওতায় ইন্দোনেশিয়া পাঁচ থেকে দশ বছরের জন্য বসবাসের অনুমতি মিলবে।

৫ বছরের ভিসার জন্য বিনিয়োগকারীদের ২৫ লাখ মার্কিন ডলারের কোম্পানি স্থাপন করতে হবে। আর ১০ বছরের ভিসার জন্য ৫০ লাখ ডলারের বিনিয়োগ। যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড এবং স্পেনে এ ধরনের ভিসা স্কিম আগে থেকেই কার্যকর রয়েছে। 

৫ বছরের ভিসার জন্য করপোরেট বিনিয়োগের ক্ষেত্রে পরিচালক ও কমিশনারদের ২ কোটি ৫০ লাখ ডলার। আর ১০ বছরের ভিসার জন্য বিনিয়োগ করতে হবে এর দ্বিগুণ অর্থাৎ ৫ কোটি ডলার। 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে যারা কোম্পানি প্রতিষ্ঠা করতে চান না, তেমন বিদেশি ব্যক্তি বিনিয়োগকারীদের জন্য ভিন্ন বিধান আছে। তাঁদেরকে সাড়ে ৩ লাখ থেকে ৭ লাখ ডলারের সরকারি বন্ড কিনতে হবে। 

সিলমি করিম বলেন, ‘গোল্ডেন ভিসাধারীরা ইন্দোনেশিয়ায় প্রবেশ করলে আলাদা করে আর অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না।’

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে