হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৮০

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত কমপক্ষে ২৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত হয়েছে আরও শতাধিক। এই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্পের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

ভূমিকম্পের উৎপত্তিস্থল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ খোস্তের রাজধানী খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে বলে জানা গেছে। রয়টার্সের বরাত দিয়ে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের ৫০০ কিলোমিটারেরও বেশি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। 

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী কাবুল এবং পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও ভূমিকম্প অনুভূত হয়েছে। 

বিবিসি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া বিভিন্ন দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত ব্যক্তিদের নিয়ে যাওয়া, ধ্বংসস্তূপ এবং ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের দৃশ্য উঠে এসেছে। 

প্রদেশটির স্থানীয় এক চিকিৎসক বিবিসিকে জানিয়েছে, অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে পাকতিকা প্রদেশের গায়ান ও বারমাল জেলায়। স্থানীয় গণমাধ্যম এতিলাত-ই রোজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গায়ানের একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। 

প্রদেশটির সরকারের মুখপাত্র বিলাল করিমী এক টুইট বার্তায় বলেছেন, দুর্ভাগ্যক্রমে গতকাল মঙ্গলবার রাতে প্রদেশের চারটি জেলায় মারাত্মক ভূমিকম্প হয়েছে। এতে শতাধিক হতাহতের ঘটনা ঘটেছে। এ ছাড়া বহু বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। 

এই মুখপাত্র বলেছেন, ‘আরও বিপর্যয় এড়াতে আমরা সমস্ত সাহায্য সংস্থাকে অবিলম্বে ওই এলাকায় সাহায্য পাঠাতে অনুরোধ করেছি।’ 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি মঙ্গলবার দিবাগত রাতে আঘাত হানে। এটি ছিল ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প এবং প্রায় ৫১ কিলোমিটার গভীরে। 

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত