হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তান পুনর্গঠনে চীনের দিকে তাকিয়ে তালেবান

গত ১৫ আগস্ট আশরাফ গনির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর ৩০ আগস্ট মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সেনারা পুরোপুরিভাবে কাবুল ছেড়ে চলে যাওয়ার পর ২০ বছরের যুদ্ধের অবসান হয়। যুদ্ধের অবসান হলেও নতুনভাবে দেশকে গড়ে তুলতে চ্যালেঞ্জের মুখে রয়েছে তালেবান। 

পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে সহায়তা দেওয়ার বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি অর্থনৈতিক ধস ও দেশ জুড়ে দুর্ভিক্ষ নেমে আসার মুখে রয়েছে। তবে এ পরিস্থিতি উতরে যেতে চীনের ওপর নির্ভর করছে তালেবান। ইতালীয় এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ চীনের ওপর নির্ভর করার বিষয়ে কথা বলেছেন। 

গতকাল বৃহস্পতিবার জাবিহুল্লাহ মুজাহিদের সাক্ষাৎকারটি প্রকাশ করেছে ইতালির দৈনিক লা রিপাবলিকা। 

সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, ‘আফগানিস্তান থেকে বিদেশি সেনা সরে যাওয়ার পর এবং তালেবান আফগানিস্তানের ক্ষমতা বুঝে নেওয়ার পর এখন চীনের অর্থের ওপরই নির্ভর করতে হচ্ছে। চীনের সহায়তা নিয়েই তালেবান আফগানিস্তানের অর্থনীতির ভিত গড়ে তোলার চেষ্টা করবে।’ 

জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘চীন আমাদের অনেক গুরুত্বপূর্ণ সহযোগী। আমাদের মৌলিক ও অসাধারণ সুযোগের প্রতিনিধিত্ব করে তাঁরা। তাঁরা এখানে (আফগানিস্তান) বিনিয়োগ করতে এবং আফগানিস্তান পুনর্গঠনের জন্য প্রস্তুত রয়েছে।’ 

চীনের অবকাঠামো উন্নয়ন উদ্যোগ নিউ সিল্ক রোড প্রসঙ্গে জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, এই রোডের মাধ্যমে বাণিজ্যিক পথ উন্মুক্ত করে বিশ্বে চীন প্রভাব বাড়াতে চায়। তালেবান এই রোডের বিষয়ে আগ্রহী। 

নারীশিক্ষার বিষয়ে জাবিহুল্লাহ মুজাহিদ সাক্ষাৎকারে বলেন, ‘মেয়েরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে। এমনকি তাঁরা চাকরিও করতে পারবে। সরকারের অংশও হবে নারীরা। তবে তাঁরা মন্ত্রী হবে না।’ 

তালেবানের এই মুখপাত্র বলেন, আফগানিস্তানে সমৃদ্ধ তামার খনি রয়েছে। চীনকে ধন্যবাদ জানাই। এগুলো ফের চালু এবং আধুনিকায়ন করা হবে। চীনের মাধ্যমেই আমরা বৈশ্বিক বাজারে প্রবেশ করতে পারব। 

আফগানিস্তানের এখন অর্থের খুব দরকার। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বিদেশে থাকা ১০ বিলিয়ন ডলারের সম্পদ তালেবানের হাতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

উল্লেখ্য, আফগানিস্তানে তীব্র মানবিক বিপর্যয় আসন্ন বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি গুতেরেস। জরুরি তহবিলের জোগান দিতে বিশ্বের প্রতি আহ্বান জানান তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এই মুহূর্তে আফগান শিশু, নারী এবং পুরুষদের জন্য অনেক বেশি আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।    

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই