হোম > বিশ্ব > এশিয়া

ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২০

জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪১ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলের ৫ দশমিক ৯। ভূমিকম্পে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। তবে ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

এনএইচকের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী টোকিওর পূর্বাঞ্চলের চিবা শহরে। চিবার ৭৫ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হয়। টোকিওর বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ। সামনের দিনগুলোতে আরও কম্পন অনুভূত হতে পারে। 

রেলওয়ের কর্মকর্তারা বলেছেন, 'ভূমিকম্পের পর সতর্কতা হিসেবে বুলেট এবং লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তবে পরে সেগুলো চালু করা হয়েছে।' 

ভূমিকম্পের সময় জরুরিভাবে ট্রেন থামাতে গিয়ে ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে তিনজন আহত হয়েছেন বলে এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে। 

ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে বলে জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ জাপানে ভয়াবহ ভূমিকম্পের কারণে ধেয়ে আসা সুনামিতে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। এতে সাড়ে ১৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।

 

 

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫