হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে জান্তাবাহিনীর অভিযানে নিহত ১৪ 

মিয়ানমারে ক্ষমতাসীন জান্তাবাহিনী ও জান্তাবিরোধী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াই ক্রমেই তীব্র হয়ে উঠছে। বিদ্রোহী যোদ্ধাদের খোঁজে গ্রাম থেকে গ্রামে তল্লাশি চালাচ্ছে জান্তাবাহিনী। শুক্রবার দেশটির সাগাইনের একটি গ্রামে জান্তাবাহিনীর এমনই একটি অভিযানে ১৪ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সাগাইনের সোন চাউঙ গ্রামের দুই ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানান, তাদের গ্রামটি জান্তাবিরোধী লড়াইয়ে অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে। সর্বশেষ শুক্রবার জান্তাবাহিনী এবং বিরোধীগোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) মধ্যকার লড়াইয়ে মোট ১৪ জন নিহত হয়েছেন। 
 
ওই দুই ব্যক্তি জানান, জান্তাবাহিনীর সদস্যরা মূলত পিডিএফের সদস্যদের খোঁজে গ্রামে তল্লাশি চালাতে এসেছিল। এসে পিডিএফ যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে যায়। পরে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে ১৪ জন প্রাণ হারান। 

তাঁরা জানান, নিহত ১৪ জনের মধ্যে ছয়জনই পিডিএফ যোদ্ধা এবং বাকি আটজনই সাধারণ জনগণ। তাঁরা জানান, গ্রামের বড় একটি অংশজুড়ে এই ১৪ জনের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তাদের অধিকাংশকেই হয় গুলি করে, নয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হয়, সাধারণ গ্রামবাসী পালাতে গিয়ে জান্তাবাহিনীর হাতে ধরা পড়লে তাদের হত্যা করা হয়। 

জান্তাবাহিনীর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, বর্তমানে সাগাইন ও মগওয়ের বিভিন্ন অঞ্চলে নিয়মিত যুদ্ধ চলছে। সূত্রটি সাগাইনে ১৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছে। 

 ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের শুরুতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির জান্তাবাহিনী। এরপর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় দেশটির আঞ্চলিক বিদ্রোহীরা। পরে উৎখাত হওয়া সরকারের নেতারা মিলে দেশের বাইরে প্রতিষ্ঠা করেন জাতীয় ঐক্যের সরকার বা এনইউজি। সেই এনইউজির সশস্ত্র শাখা হলো পিডিএফ। গঠনের পর থেকেই সশস্ত্র এই সংগঠন মিয়ানমারজুড়ে জান্তাবাহিনীকে বেশ নাকানিচুবানি খাইয়েছে।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট