হোম > বিশ্ব > এশিয়া

তালেবানের বিরুদ্ধে আইসিসিতে মামলা

তালেবানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে নিহত হওয়া রয়টার্সের ফটোসাংবাদিক দানিশ সিদ্দিকীর পরিবার এই মামলা দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন দানিশের পরিবারের আইনজীবী আভি সিং। বুধবার আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আভি সিং বলেন, ‘দানিশ সিদ্দিকীর সঙ্গে যা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের বিষয়ে একটি অভিযোগপত্র দাখিল করেছি। তাঁকে নির্যাতন করার ও হত্যার পর তাঁর মরদেহ বিকৃত করা পর্যাপ্ত প্রমাণ আমাদের কাছে রয়েছে।’ 

 ২০১৭ সালে রোহিঙ্গা শরণার্থী সংকট কভার করায় ২০১৮ সালে দানিশ সিদ্দিকী পুলিৎজার পুরস্কার জেতেন। পরে ২০২১ সালের জুলাইয়ে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আফগান সংকট বিষয়ে একটি রিপোর্ট কভার করার সময় মারা যান। 

দানিশের হত্যার পর সেই বিষয়ে তদন্ত পরিচালনা করা জড়িত স্থানীয় নাগরিক কর্মী জান মোহাম্মদ আল জাজিরাকে বলেছেন, ‘তালেবান তাঁর মরদেহ কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে অস্বীকৃতি জানায়। তালেবানের নেতাদের কাছে আমাদের বেশ কয়েকটি আবেদন করতে হয়েছে। সেসব আবেদনে আমরা যুক্তি দিয়েছিলাম—তিনি মুসলিম ছিলেন এবং একটি সম্মানজনক দাফনের যোগ্য তিনি।’ পরিচয় গোপন রাখার স্বার্থে মোহাম্মদের নাম পরিবর্তন করা হয়েছে। 

জান মোহাম্মদ বলেন, ‘অবশেষে, তাঁরা তাঁর মৃতদেহ আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করতে রাজি হয়েছিল। কিন্তু যখন আমরা মরদেহ পাই তখন দেখি যে—তাঁর মরদেহ এত খারাপভাবে বিকৃত করা হয়েছিল যে শনাক্তই করা যায়নি।’ 

জান মোহাম্মদ আরও বলেন, ‘তাঁর মরদেহের ময়নাতদন্তকারী চিকিৎসক আমাদের বলেছিলেন—দানিশের মরদেহে বিকৃত ও ক্ষতির স্পষ্ট লক্ষণ রয়েছে। তাঁরা তাঁকে গুলি করার পর তাঁর শরীরের ওপর দিয়ে একটি গাড়ি চালিয়ে দিয়েছিল।’ 

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার