হোম > বিশ্ব > এশিয়া

ভুল করে রাশিয়ার তেলবাহী ট্যাংকারে হুতিদের হামলা 

ভুল করে রাশিয়ার তেলবাহী একটি ট্যাংকারকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গতকাল শুক্রবার ইয়েমেন থেকে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যাম্ব্রে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। 

যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য অভিযান সংস্থা (ইউকেএমটিও) বলছে, ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে ৯০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর পাওয়া গেছে। 

কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি—এমনটা নিশ্চিত করে ইউকেএমটিও বলে, ট্যাংকার থেকে ৪০০-৫০০ মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার এবং তিনটি ছোট নৌকার পিছু নেওয়ার খবর পাওয়া গেছে। 

অ্যাম্ব্রে বলে, হুতিদের ভুলবশত হামলার শিকার হওয়া এটি দ্বিতীয় রুশ তেলবাহী ট্যাংকার। 

গত ১৯ নভেম্বর থেকেই ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক বিস্ফোরক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রতিবাদে এবং হামাসের প্রতি সমর্থন প্রকাশ করতে এ হামলা চালানো হচ্ছে বলে দাবি হুতিদের।  

গতকাল ভোরে এবং আজ শনিবার মার্কিন ও ব্রিটিশ জোট ইয়েমেনে হুতি বাহিনীকে লক্ষ্য করে বিমান ও সমুদ্র হামলা চালিয়েছে। ইয়েমেনে এ হামলার তিরস্কার করেছে ইরানের মিত্র দেশ ও আরব শক্তিদের প্রধান সহযোগী রাশিয়া। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক জরুরি বৈঠকের আহ্বানও জানিয়েছে দেশটি। 

অ্যাম্ব্রের প্রতিবেদন অনুসারে, পানামার একটি ট্যাংকার ইন্টারন্যাশনাল রিকমেন্ডেড ট্রানজিট করিডর দিয়ে যাওয়ার সময় তিনটি ছোট নৌকাকে লক্ষ্য করেছে। এ ছাড়া তারা একটি ক্ষেপণাস্ত্র পানিতে আঘাত হানতে দেখে।

অ্যাম্ব্রে বলে, পুরোনো তথ্যের ভিত্তিতে ওই জাহাজে ভুলবশত হামলা চালানো হয়েছে। পুরোনো তথ্যের ভিত্তিতে জাহাজটি যুক্তরাজ্যের সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়।

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি