হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে বিয়েবাড়িতে গান বাজানোয় গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ 

আফগানিস্তানের বিয়েবাড়িতে গান বাজানোয় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

তালেবান সরকারের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ জানান, হামলাকারী তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা স্বীকার করেছে যে তারা ইসলামি আন্দোলনের পক্ষে কাজ করছে না। 

যবিউল্লাহ মুজাহিদ বলেন, নানগারহার প্রদেশের শামসপুর মার ঘুনডি গ্রামের হাজি মালাং জানের বিয়েতে গান বাজানোয় তিনজনকে হত্যা করা হয়েছে। হামলাকারীরা তাঁদেরকে তালেবান বলে পরিচয় দিয়েছে। 

তালেবানের মুখপাত্র আরও বলেন, দুজন সন্দেহভাজনকে কারাগারে নেওয়া হয়েছে এবং একজন পলাতক রয়েছে। ব্যক্তিগত বিরোধ থেকে এই হামলা চালান হয়েছে তবে তাঁরা তালেবানের নাম ভাঙিয়েছে। গ্রেপ্তার হওয়াদের শরিয়া আইন অনুযায়ী বিচার করা হবে। 

এদিকে গতকাল শনিবার ভুক্তভোগীদের একজন আত্মীয় জানান, নানগারহার প্রদেশে একটি বিয়ে বাড়িতে গান চালানোয় গুলি চালায় তালেবান। এতে তিনজন মারা যান এবং দুজন আহত হন। 

সর্বশেষ তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ছিল তখনো সংগীত নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার তালেবান ক্ষমতায় আসার পর এ নিয়ে আফগানিস্তানে কোনো নির্দেশনা জারি করা হয়নি। তবে তালেবান গান বাজানোকে ইসলামি আইনের লঙ্ঘন হিসেবে দেখে। 

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, যুবকেরা একটি আলাদা ঘরে গান বাজাচ্ছিল এবং তিন তালেবান যোদ্ধা এসে তাদের ওপর গুলি চালায়। আহত দুজনের অবস্থা গুরুতর। তালেবানের নানগারহার প্রদেশের মুখপাত্র কাজি মুল্লাহ আদেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার