হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে বিয়েবাড়িতে গান বাজানোয় গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ 

আফগানিস্তানের বিয়েবাড়িতে গান বাজানোয় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবান সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে। 

তালেবান সরকারের মুখপাত্র যবিউল্লাহ মুজাহিদ জানান, হামলাকারী তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা স্বীকার করেছে যে তারা ইসলামি আন্দোলনের পক্ষে কাজ করছে না। 

যবিউল্লাহ মুজাহিদ বলেন, নানগারহার প্রদেশের শামসপুর মার ঘুনডি গ্রামের হাজি মালাং জানের বিয়েতে গান বাজানোয় তিনজনকে হত্যা করা হয়েছে। হামলাকারীরা তাঁদেরকে তালেবান বলে পরিচয় দিয়েছে। 

তালেবানের মুখপাত্র আরও বলেন, দুজন সন্দেহভাজনকে কারাগারে নেওয়া হয়েছে এবং একজন পলাতক রয়েছে। ব্যক্তিগত বিরোধ থেকে এই হামলা চালান হয়েছে তবে তাঁরা তালেবানের নাম ভাঙিয়েছে। গ্রেপ্তার হওয়াদের শরিয়া আইন অনুযায়ী বিচার করা হবে। 

এদিকে গতকাল শনিবার ভুক্তভোগীদের একজন আত্মীয় জানান, নানগারহার প্রদেশে একটি বিয়ে বাড়িতে গান চালানোয় গুলি চালায় তালেবান। এতে তিনজন মারা যান এবং দুজন আহত হন। 

সর্বশেষ তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ছিল তখনো সংগীত নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার তালেবান ক্ষমতায় আসার পর এ নিয়ে আফগানিস্তানে কোনো নির্দেশনা জারি করা হয়নি। তবে তালেবান গান বাজানোকে ইসলামি আইনের লঙ্ঘন হিসেবে দেখে। 

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, যুবকেরা একটি আলাদা ঘরে গান বাজাচ্ছিল এবং তিন তালেবান যোদ্ধা এসে তাদের ওপর গুলি চালায়। আহত দুজনের অবস্থা গুরুতর। তালেবানের নানগারহার প্রদেশের মুখপাত্র কাজি মুল্লাহ আদেল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২