হোম > বিশ্ব > এশিয়া

৪০০ কোটি ডলারের ভারতীয় অস্ত্র রুপিতে কিনল রাশিয়া 

ভারত থেকে গত ৬ থেকে ৮ মাসে প্রায় ৪০০ কোটি ডলারের সমরাস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কিনতে রাশিয়া। আর এই সমরাস্ত্র কেনার ক্ষেত্রে রাশিয়া ভারতকে দেশটির নিজস্ব মুদ্রা রুপিতে মূল্য পরিশোধ করেছে। একটি রুশ কোম্পানি তাদের ভোস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পরিশোধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম মানিকন্ট্রোলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সাধারণত ভোস্ট্রো অ্যাকাউন্ট হলো একটি দেশের ব্যাংকে অন্য কোনো একটি দেশের কোনো একটি ব্যাংকে থাকা অ্যাকাউন্ট। রাশিয়ার প্রতিষ্ঠানটি মূলত এই ভোস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে এসব সমরাস্ত্র ও সরঞ্জামের মূল্য রুপিতে পরিশোধ করেছে। ভারতীয় মুদ্রায় বাণিজ্য করার জন্য স্থানীয় ঋণদাতাদের পাশাপাশি যে ২২ দেশকে ভোস্ট্রো অ্যাকাউন্ট (এসআরভিএ) খোলার অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে রাশিয়া একটি।

মানিকন্ট্রোলের প্রতিবেদন বলা হয়, রাশিয়ার সংস্থাগুলো ভারতে বিনিয়োগের সুযোগ না পাওয়ায় তাদের ভোস্ট্রো অ্যাকাউন্টগুলোতে প্রায় ৮ বিলিয়ন ডলার সমমূল্যের রুপি জমা হয়। যেখান থেকে গত আট মাসে তাঁরা এর অর্ধেক ব্যবহার করে ভারতীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম কেনে।

এর আগে, ২০২৩ সালের জুলাইয়ে স্থানীয় মুদ্রায় দ্বিপক্ষীয় বাণিজ্য এগিয়ে নেওয়ার লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) বিশ্বের ২২টি দেশের ২০টি ব্যাংকে ৯২টি এসআরভিএ অ্যাকাউন্ট খোলার অনুমতি দেয়। এ বিষয়ে ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ জানান, গত বছর ১৫ জুলাই ভারতের রিজার্ভ ব্যাংক (আরবিআই) ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, এই দ্বিপক্ষীয় চুক্তির ফলে আমদানি ও রপ্তানিকারকেরা তাদের নিজ নিজ দেশের মুদ্রায় পণ্য ও অর্থ আদান–প্রদান করতে পারবে। যার ফলে, দেশগুলোর মধ্যে বাজার বিকাশের পথ আরও প্রশস্ত হবে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আরেক মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, ভারতের রপ্তানি গত পাঁচ বছরে ৩৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০১৮–১৯ সালে ভারতের বৈদেশিক রপ্তানির পরিমাণ যেখানে ছিল ৩৩০ দশমিক ০৭ বিলিয়ন ডলার ২০২২–২৩ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪৫০ দশমিক ৯৫ বিলিয়ন ডলারে।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে