শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলের রিসোর্টে এবার আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল মঙ্গলবার রাতে বিলাসবহুল ওই রিসোর্টে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে রাজাপক্ষে পরিবারের আদি বাড়িতে বিক্ষোভের আগুন জ্বলেছিল।
শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াও অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার রাতে রাজধানী কলম্বোর কাছের নেগোম্বো শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত বহু ঘরবাড়িসহ সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে দেশটিতে।
দেশটির অর্থনীতি কার্যত অচল হয়ে পড়ার জেরে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটির লাখো মানুষ। চলতি সপ্তাহে দেশজুড়ে ঘটতে থাকে সহিংস ঘটনা। গত সোমবার (৯ মে) বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। সরকার সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যায়। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যায় বিক্ষুব্ধ ব্যক্তিরা।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকায় তৃতীয় দিনের মতো আজ বুধবারও দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ রয়েছে দেশটিতে। কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর চলমান জ্বালাও-পোড়াও থামাতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ-সম্পর্কিত এক বিবৃতিতে গতকাল তারা জানায়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে গুলি করা হতে পারে।