হোম > বিশ্ব > এশিয়া

এবার মাহিন্দা রাজাপক্ষের ছেলের রিসোর্টে আগুন

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ছেলের রিসোর্টে এবার আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। গতকাল মঙ্গলবার রাতে বিলাসবহুল ওই রিসোর্টে আগুন দেয় বিক্ষোভকারীরা। এর আগে রাজাপক্ষে পরিবারের আদি বাড়িতে বিক্ষোভের আগুন জ্বলেছিল। 

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের জ্বালাও-পোড়াও অব্যাহত রয়েছে। দ্বিতীয় দিনের মতো গতকাল মঙ্গলবার রাতে রাজধানী কলম্বোর কাছের নেগোম্বো শহরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত বহু ঘরবাড়িসহ সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে দেশটিতে। 

দেশটির অর্থনীতি কার্যত অচল হয়ে পড়ার জেরে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করছে দেশটির লাখো মানুষ। চলতি সপ্তাহে দেশজুড়ে ঘটতে থাকে সহিংস ঘটনা। গত সোমবার (৯ মে) বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। সরকার সমর্থকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে চলা শান্তিপূর্ণ আন্দোলন ভয়ংকর পরিস্থিতির দিকে চলে যায়। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ সত্ত্বেও আন্দোলন চালিয়ে যায় বিক্ষুব্ধ ব্যক্তিরা। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুই দিনের সহিংস বিক্ষোভে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই শতাধিক মানুষ। অগ্নিসংযোগ করা হয়েছে দেশটির ক্ষমতাসীন দলের অর্ধশতাধিক নেতার বসতবাড়িতে। শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলে অবস্থিত রাজাপক্ষের পরিবারকে উৎসর্গ করা একটি বিতর্কিত জাদুঘরও বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকায় তৃতীয় দিনের মতো আজ বুধবারও দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও অফিস-আদালত বন্ধ রয়েছে দেশটিতে। কলম্বোর রাস্তায় টহল দিতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। 

১৯৪৮ সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর বর্তমানে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটে রয়েছে শ্রীলঙ্কা। এ পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টের পদত্যাগের দাবি তোলে বিক্ষোভকারীরা। যদিও প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এখনো পদত্যাগ করেননি। 

বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার পর চলমান জ্বালাও-পোড়াও থামাতে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ-সম্পর্কিত এক বিবৃতিতে গতকাল তারা জানায়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করলে গুলি করা হতে পারে।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২