হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে সহিংসতা পরিহারের অনুরোধ এশিয়া ও পাশ্চাত্যের দেশগুলোর

জান্তাবিরোধী বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার (নাগ) গত মঙ্গলবার দেশব্যাপী বিদ্রোহের ডাক দেয়। এ অবস্থায় নাগ ও সেনাবাহিনীসহ সকল পক্ষকে সহিংসতা পরিহার করতে এবং বিদেশি সহায়তার পথে বাধা হয়ে না দাঁড়াতে আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়া ও পাশ্চাত্যের বিভিন্ন দেশ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সমস্যা সমাধানে তৎপর দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিপুঞ্জের (আসিয়ান) অন্যতম সদস্য ইন্দোনেশিয়া। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়াহ মিয়ানমারের সকল পক্ষকে সহিষ্ণু হতে আহ্বান জানান। তিনি বলেন, এ মুহূর্তে মিয়ানমারের সকল পক্ষকে নিরাপত্তা ও জনকল্যাণের কথা ভাবতে হবে। তা ছাড়া পরিস্থিতি শান্ত না থাকলে সেখানে মানবিক কার্যক্রম চালানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

গত মঙ্গলবার নাগের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি লা এক বক্তৃতায় ১৪ দফা পেশ করেন। এতে সারা দেশে বিদ্রোহের ডাক দেন। তা ছাড়া সরকারি কর্মকর্তা ও সৈনিকদেরও তাদের সঙ্গে যোগ দিতে আহ্বান করেন। 

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদের জন্য মিয়ানমারের ক্ষমতায় এসেছিল সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। নভেম্বরের ভোটে কারচুপির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি দেশটির ক্ষমতার দখলে নেয় সেনাবাহিনী। তবে দেশের মানুষ চায় সামরিক শাসন নয়, দেশে গণতন্ত্র চলবে। আর গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যেই ‘জাতীয় ঐক্য সরকার’ গঠন করা হয়।

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া