হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে সহিংসতা পরিহারের অনুরোধ এশিয়া ও পাশ্চাত্যের দেশগুলোর

জান্তাবিরোধী বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত জাতীয় ঐক্য সরকার (নাগ) গত মঙ্গলবার দেশব্যাপী বিদ্রোহের ডাক দেয়। এ অবস্থায় নাগ ও সেনাবাহিনীসহ সকল পক্ষকে সহিংসতা পরিহার করতে এবং বিদেশি সহায়তার পথে বাধা হয়ে না দাঁড়াতে আহ্বান জানিয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়া ও পাশ্চাত্যের বিভিন্ন দেশ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সমস্যা সমাধানে তৎপর দক্ষিণ-পূর্ব এশিয়ার জাতিপুঞ্জের (আসিয়ান) অন্যতম সদস্য ইন্দোনেশিয়া। গতকাল বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তেউকু ফাইজাসিয়াহ মিয়ানমারের সকল পক্ষকে সহিষ্ণু হতে আহ্বান জানান। তিনি বলেন, এ মুহূর্তে মিয়ানমারের সকল পক্ষকে নিরাপত্তা ও জনকল্যাণের কথা ভাবতে হবে। তা ছাড়া পরিস্থিতি শান্ত না থাকলে সেখানে মানবিক কার্যক্রম চালানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। 

গত মঙ্গলবার নাগের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি লা এক বক্তৃতায় ১৪ দফা পেশ করেন। এতে সারা দেশে বিদ্রোহের ডাক দেন। তা ছাড়া সরকারি কর্মকর্তা ও সৈনিকদেরও তাদের সঙ্গে যোগ দিতে আহ্বান করেন। 

প্রসঙ্গত, গত বছর নভেম্বরে বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয় মেয়াদের জন্য মিয়ানমারের ক্ষমতায় এসেছিল সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। নভেম্বরের ভোটে কারচুপির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি দেশটির ক্ষমতার দখলে নেয় সেনাবাহিনী। তবে দেশের মানুষ চায় সামরিক শাসন নয়, দেশে গণতন্ত্র চলবে। আর গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যেই ‘জাতীয় ঐক্য সরকার’ গঠন করা হয়।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২