হোম > বিশ্ব > এশিয়া

কাতারে তালেবানের সঙ্গে ভারতের আনুষ্ঠানিক বৈঠক

কাতারের রাজধানী দোহায় তালেবান ও ভারতের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক বৈঠক হয়েছে। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর গোষ্ঠীটির সঙ্গে ভারতের এটাই প্রথম সংলাপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তালেবানের অনুরোধের প্রেক্ষিতে কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। তাঁরা দোহায় ভারতীয় দূতাবাসে বৈঠক করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতবিরোধী জঙ্গিরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের স্বার্থে আঘাত করতে পারার আশঙ্কার কথা তালেবান নেতৃত্বের কাছে জানিয়েছেন কাতারে নিযুক্ত রাষ্ট্রদূত দ্বীপক মিত্তাল। এছাড়া উভয় পক্ষ আফগানিস্তানে অবস্থানরত ভারতীয়দের সুরক্ষার ব্যাপারেও আলোচনা করেছেন।

জানা গেছে, তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই ১৯৭৯ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত ভারতের সেনাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছেন।

উল্লেখ্য, তালেবান কাবুল ঘিরে ফেলার পরপরই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগ করেন। কাবুলে সরকার পতনের পর কূটনীতিক, বিদেশি সংস্থার কর্মীদের সঙ্গে ভারতীয়রাও আফগানিস্তান ছেড়ে আসেন।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২