হোম > বিশ্ব > এশিয়া

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার 

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সন্ধ্যার দিকে বশিরহাটের ঘোজাডাঙ্গা এলাকা থেকে জাহাঙ্গীর বিশ্বাস নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

উত্তর চব্বিশ পরগনার পুলিশ বলছে, শনিবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানায়, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল ওই বাংলাদেশি। গত কিছুদিন ধরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জাহাঙ্গীর বিশ্বাসের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। ধারণা করা হচ্ছে, চেন্নাই পুলিশের কাছে হস্তান্তরের আগে তাঁকে বিভিন্ন সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। 

 উত্তর চব্বিশ পরগনা পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাঙ্গীর বিশ্বাস বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবারও ভারতে ফেরার পরিকল্পনাও ছিল তাঁর। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তিনি।

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড