হোম > বিশ্ব > এশিয়া

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতে বাংলাদেশি গ্রেপ্তার 

তালেবান সমর্থক হওয়ার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার সন্ধ্যার দিকে বশিরহাটের ঘোজাডাঙ্গা এলাকা থেকে জাহাঙ্গীর বিশ্বাস নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

উত্তর চব্বিশ পরগনার পুলিশ বলছে, শনিবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর বিশ্বাসকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পুলিশ জানায়, তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল ওই বাংলাদেশি। গত কিছুদিন ধরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ জাহাঙ্গীর বিশ্বাসের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। ধারণা করা হচ্ছে, চেন্নাই পুলিশের কাছে হস্তান্তরের আগে তাঁকে বিভিন্ন সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করবে। 

 উত্তর চব্বিশ পরগনা পুলিশের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহাঙ্গীর বিশ্বাস বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা করছিলেন। সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আবারও ভারতে ফেরার পরিকল্পনাও ছিল তাঁর। ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালাতে চেয়েছিলেন তিনি।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে