হোম > বিশ্ব > এশিয়া

জান্তাকে তাড়িয়ে রাখাইনের ঐতিহাসিক শহর দখলের দাবি আরাকান আর্মির

মিয়ানমারের রাখাইন রাজ্যের ঐতিহাসিক শহর ম্রউক উ’র দখল জান্তা বাহিনীর কাছ থেকে কেড়ে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। শহরটি বাংলাদেশের কক্সবাজার জেলার সীমান্ত থেকে ১০০ কিলোমিটারের একটু বেশি দূরত্বে অবস্থিত। আরাকান আর্মি গতকাল শুক্রবার এক বিবৃতিতে শহরটি দখলের দাবি করেছে। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনে ম্রউক উ শহরটি ছিল জান্তা বাহিনীর সর্বশেষ সবচেয়ে বড় ঘাঁটি। এবার এই শহরেরও পতন ঘটল। আরাকান আর্মি দাবি করেছে, গত বুধ ও বৃহস্পতিবার হামলা চালিয়ে তারা জান্তাবাহিনীর তিনটি নেভাল ল্যান্ডিং ক্র্যাফট ডুবিয়ে দিয়েছে। এ ছাড়া, গত এক মাসে তারা জান্তা বাহিনীর আরও অন্তত সাতটি নৌযান ডুবিয়ে দিয়েছে। 
 
বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, ম্রউক উ শহরের ৩১ পুলিশ ব্যাটালিয়নের হেডকোয়ার্টার দখলে নিয়েছে তারা। এর অর্থ হলো, ম্রউক উ শহরটি এখন আরাকান আর্মি দখলে। রাখাইনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ম্রউক উ শহরের পাশাপাশি আরাকান আর্মি মিনবিয়াও ও কিয়াকতাও শহরও দখল করে নিয়েছে। 

তবে ইরাবতী আরকান আর্মির এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। স্থানীয় এক রাখাইন অধিকারকর্মী ইরাবতীকে জানিয়েছেন, উল্লিখিত তিনটি শহর জান্তা বাহিনীর কাছ থেকে দখল নেওয়া হয়েছে বিষয়টি এখনই নিশ্চিত করে বলা ঠিক হবে না। আরও সময় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিষয়টি নিশ্চিত করা যেতে পারে। 

এর আগে, গত সপ্তাহের রোববার মিয়ানমারের এক গর্ভবতী নারী ও তিন শিশুসহ কারেনি নৃগোষ্ঠীর ছয় সদস্যকে হত্যা করে জান্তা বাহিনী। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন শিশু। শিশুদের সবার বয়সই ১০ বছরের নিচে। কায়াহ রাজ্যের শাদাও শহরে এ ঘটনা ঘটেছে। একই দিনে শাদাও থেকে ২৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের