হোম > বিশ্ব > এশিয়া

আফগান-ইরান সীমান্তের গুরুত্বপূর্ণ ক্রসিং তালেবানের দখলে

আফগানিস্তানে তালেবানের যোদ্ধারা আফগানিস্তান ও ইরানের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে। শুক্রবার হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে আফগান সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান বলেন, ‘আফগানিস্তানের সব নিরাপত্তা বাহিনী ওই এলাকায় রয়েছে আর ক্রসিংটি ফের দখলে নেওয়ার প্রচেষ্টা চলছে।’

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘হেরাত প্রদেশের ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ের পুরো নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে।’

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসলাম কালা সীমান্তের শুল্ক কার্যালয়ের ছাদ থেকে নামিয়ে ফেলা হচ্ছে আফগানিস্তানের পতাকা। ইরানের সঙ্গে অন্যতম বড় বাণিজ্যিক সংযোগ পথ এটি। প্রতি মাসে এই ক্রসিং থেকে মাসে আফগান সরকার প্রায় ২ কোটি মার্কিন ডলার শুল্ক পেয়ে থাকে।

আফগানিস্তানের কর্তৃপক্ষ দাবি করেছে, এখন পর্যন্ত চলা অভিযানে ৬৯ জন তালেবান নিহত হয়েছে। তবে বাদঘিস প্রদেশের বাকি অংশ তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী সেনা সরিয়ে নিতে থাকার মধ্যে আফগানিস্তানের বিভিন্ন এলাকা দ্রুত নিয়ন্ত্রণে নিচ্ছে তালেবান। এখনো পর্যন্ত তালেবান ইরান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, চীন ও পাকিস্তান সীমান্ত দখলে নিয়েছে।

শুক্রবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, আফগান-তাজিক সীমান্তের দুই তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছে তালেবান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আফগানিস্তানের সব পক্ষকেই ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে মস্কো।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে বলা হয়েছে, হেরাত প্রদেশের পাঁচটি জেলা কোনো লড়াই ছাড়াই দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা।  

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া