হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে বিস্ফোরণ: গত কয়েক ঘণ্টায় যা ঘটেছে   

আফগানিস্তানের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে গতকাল বৃহস্পতিবার বোমা হামলায় কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫০ জনের বেশি আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

একজন তালেবান কর্মকর্তা বলেছেন, নিহত আফগানদের মধ্যে অন্তত ২৮ জন তালেবান সদস্য।  

হামলার পর বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া এখন ত্বরান্বিত হয়েছে, একজন পশ্চিমা নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, নিয়মিত ফ্লাইট আপাতত বন্ধ হচ্ছে। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের ধরার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, যারা এই হামলা চালিয়েছে, একই সঙ্গে যারা আমেরিকার ক্ষতি করতে চায়, তারা এটা জেনে রাখুক যে আমরা ক্ষমা করব না। আমরা ভুলব না। আমরা তোমাদের ধরব। এই হামলার জন্য দায়ীদের মূল্য চোকাতে হবে।

এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। তাদের নিউজ আউটলেটের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি বার্তায় তারা দায় স্বীকার করে। 

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারাও বলেছেন যে তারা বিশ্বাস করেন এই বোমা হামলার পেছনে আইএস জড়িত। 

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেনজি বলেছেন, তারা ধারণা করছেন এই হামলা অব্যাহত থাকতে পারে। তাই আফগানিস্তানে যুক্তরাষ্ট্র তাদের ‘মিশন’ চালিয়ে যাবে। 

তালেবানের সঙ্গে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বিদেশি সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের চুক্তির পর আফগানিস্তানে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২