হোম > বিশ্ব > এশিয়া

পরমাণু চুল্লির পানি সাগরে ফেলবে জাপান, চীন-কোরিয়ার আপত্তি

ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ১০ লাখ টন পরমাণু চল্লিতে ব্যবহৃত পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান। আজ মঙ্গলবার জাপান সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে ।

এ নিয়ে জাপানকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চীন এবং দক্ষিণ কোরিয়া। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মৎস্য সম্পদের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে করছেন বিশেষজ্ঞরাও।

জাপান বলছে, পারমাণবিক চুল্লি ঠান্ডা রাখার জন্য যে পানি ব্যবহার করা হয় সেগুলোর নির্গমন প্রক্রিয়া শুরু হবে আগামী দুই বছরের মধ্যে শুরু হবে । আর পুরো প্রক্রিয়া শেষ হতে লেগে যাবে কয়েক দশক।

বিষয়টি দেখভাল করবে পারমাণবিক শক্তি কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে থাকা টোকিও ইলেক্ট্রিক পাওয়ার।

জাপান সরকারের পক্ষ থেকে আরও বলা হচ্ছে, পারমণবিক বিদ্যুৎ কেন্দ্রের পানি থেকে সব দূষিত উপাদান অপসারণের পরই সেগুলোকে সাগরে ফেলা হবে। জাপানের এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন (আইএইএ)।

সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিন গ্রোসি বলেন, সাগরে এমন পানি ফেলার ঘটনা নতুন। এখানে সমস্যা কিছু নেই।

এদিকে, জাপানের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই  সিদ্ধান্তকে অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপান দূতাবাসের সামনে প্রতিবাদ করেছেন কিছু মানুষ। তারা জাপানের এ সিদ্ধান্তকে ‘পারমাণবিক সন্ত্রাসবাদ’ বলে অভিহিত করেছেন।

এছাড়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানের এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জাপান।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বব্যাপী গৃহিত পারমাণবিক সুরক্ষা মান অনুসারে এই পদ্ধতি গ্রহণ করেছে জাপান।

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি