হোম > বিশ্ব > এশিয়া

নারী ও সংখ্যালঘুদের অধিকার সমুন্নত রাখতে হবে, তালেবানকে ইইউ

আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারকে আচরণ পরিবর্তন করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নারী ও সংখ্যালঘু জনগণের অধিকার সমুন্নত রাখতে বলেছে। দেশটিতে ইসলামপন্থী গোষ্ঠী তালেবানের ক্ষমতা গ্রহণের এক বছরপূর্তিতে এ আহ্বান জানাল ইইউ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় সময় সোমবার আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তি হয়েছে। এক বছর আগে বিশৃঙ্খল পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে যায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই সময়ে ক্ষমতাগ্রহণ করে তালেবান। তখন অনেকেই আশা করেছিলেন, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু গত এক বছরে ক্ষুধা, দারিদ্র্য, অপুষ্টি ও নারী স্বাধীনতা সংকুচিত হওয়ার মধ্য দিয়ে দেশটির ভবিষ্যৎ আরও বিপর্যস্ত হয়েছে। 

কট্টরপন্থী তালেবানরা যখন মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী ও তাদের আফগান মিত্রদের বিরুদ্ধে লড়াই করছিল, তখনকার নিরাপত্তা পরিস্থিতির চেয়ে এখনকার পরিস্থিতি কিছুটা নিরাপদ হলেও দেশটির ওপর অর্থনৈতিক চাপ বেড়েছে। কারণ বিদেশি সরকারগুলো তালেবান সরকারকে এখনো স্বীকৃতি দেয়নি। ফলে দেশটি আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পেড়েছে। 

যেসব বিদেশি উন্নয়ন সহায়তার ওপর আফগানিস্তান নির্ভরশীল ছিল, সেসব সহায়তা তুলে নেওয়া হয়েছে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে, তালেবান সরকার নারীদের শিক্ষা ও কর্মের অধিকার হ্রাস করেছে। 

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এক টুইটার পোস্টে বলেছেন, ‘তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার এক বছর পর মানবিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন বেড়েছে। বিশেষ করে নারী, মেয়ে ও সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ন হয়েছে সবচেয়ে বেশি। আমি তালেবানর সরকারের প্রতি এসব অগ্রহণযোগ্য সিদ্ধান্ত ও আচরণ পরিবর্তন করার আহ্বান জানাই।’ 

আফগানিস্তানের প্রায় ২৫ লাখ মানুষ এখন দারিদ্র্যের মধ্যে বাস করছেন। জাতিসংঘ অনুমান করছে, দেশটির অর্থনীতি স্থবির হয়ে পড়ায় ৯ লাখ মানুষ চাকরি হারাতে পারে। 

আফগানিস্তানের জাতিসংঘ মিশন জানিয়েছে, তালেবান ক্ষমতারোহণের পর দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত হয়েছে। সুশীল সমাজের অনেক ব্যক্তি দেশ ছেড়ে গেছেন। ভিন্নমত দমনের অংশ হিসেবে অনেক মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে তালেবান সরকার। 

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭