হোম > বিশ্ব > এশিয়া

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আত্মঘাতী হামলাকারী নিহত

গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে হামলা চালায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। এতে প্রাণ হারায় ১৭৫ জন। এরপর ফের গতকাল রোববার কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে রকেট হামলার ঘটনা ঘটে। এরপর আফগানিস্তানের রাজধানী কাবুলে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। 

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছে, এতে আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছে, গাড়িতে করে বেশ কয়েকজন আত্মঘাতী হামলাকারী বিমানবন্দরে হামলা চালাতে চেয়েছিল। 

তালেবানের পক্ষ থেকেও ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলা চালানোর বিষয়টি স্বীকার করা হয়েছে। 

তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘ড্রোন হামলায় গাড়িটি ধ্বংস হয়েছে। গাড়ির ভেতর যারা ছিলেন তাঁরা নিহত হয়েছেন।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে বলেন, ‘বিমান হামলা সফল হয়েছে। যে গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেখানে একাধিক হামলাকারী ছিল।’ 

ইউএস সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেন, ‘আত্মরক্ষার অংশ হিসেবেই সর্বশেষ ড্রোন হামলা চালানো হয়েছে।’  

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি