হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭ 

পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার নাগাদ ৬৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে দেশটির স্বায়ত্তশাসিত প্রদেশ মিন্দানাওয়ের স্থানীয় প্রশাসন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

মিন্দানাও প্রদেশের বেসামরিক নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে। দাতু ওদিন সিনসাউত শহরের কাছে কোসিওং গ্রামে অনেকের মৃত্যুর কারণ হলো—রাতভর ভারী বর্ষণে কাদা, পাথর এবং ভেসে যাওয়া গাছের স্রোত অনেককেই চাপা দিয়েছে। 

বেসামরিক নিরাপত্তা বিভাগের প্রধান নাগুইব সিনারিমবো জানিয়েছেন, বন্যার পানি ভূমিধসে সৃষ্ট কাদার সঙ্গে মিশে থকথকে প্রবাহের সৃষ্টি করেছে। এবং তা এই প্রদেশের বেশ কয়েকটি শহরের মধ্য দিয়ে প্রবল স্রোতে বয়ে গেছে। উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করে। 

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাগুইব সিনারিমবো জানিয়েছেন, দাতু ওদিন সিনসাউত থেকে উদ্ধার করা হয়েছে অন্তত ১০ জনের মরদেহ, দাতু ব্লাহ সিনসাউত থেকে উদ্ধার করা হয়েছে আরও ১০ জনের এবং উপি শহর থেকে আরও ৫ জনের মরদে উদ্ধার করা হয়েছে। 

এর আগে ২৫ অক্টোবর ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সেদিন রাত ১০টা ৫৯ মিনিটে আবরা প্রদেশের ডোলোরেস শহরের কাছে এই ভূমিকম্প হয়। ৩৩০ কিলোমিটার দক্ষিণে রাজধানী ম্যানিলায় ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার