হোম > বিশ্ব > এশিয়া

‘দুঃখজনক বিজয়ের’ মাধ্যমে শেষ হবে চীন-তাইওয়ান যুদ্ধ : তাইওয়ানের মন্ত্রী

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে ভবিষ্যতে যে-ই জিতুক না কেন, তা হবে দুঃখজনক বিজয়। একটি ‘দুঃখজনক বিজয়ের’ মাধ্যমে যুদ্ধটা শেষ হবে। তবে সবাই সংঘাত এড়িয়ে যেতে পারলে সেটি হবে সবচেয়ে ভালো উপায়। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের নিরাপত্তা-প্রভাব নিয়ে আয়োজিত সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে আজ বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

চিউ কুও-চেং বলেছেন, চীন ও তাইওয়ানের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষকেই চড়া মূল্য দিতে হবে। যদি সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায়, সবাই দুঃখী হবে। এমনকি বিজয়ীদেরও দুঃখজনক পরিণতি বরণ করতে হবে। সবারই এটা বোঝা উচিত এবং সংঘাত এড়িয়ে চলা উচিত। 

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর তাইওয়ান তার সতর্কতা বাড়িয়েছে। তবে তারা চীনা কার্যকলাপ সম্পর্কে কোনো অভিযোগ করেনি। 

চিউ কুও-চেং আরও বলেন, ‘আমরা শান্তভাবে চীনের পরিবর্তনগুলো পর্যবেক্ষণ করছি এবং সে অনুযায়ী আমরা প্রস্তুত রয়েছি।’ 

রয়টার্স লিখেছে, তাইওয়ানের সমরকৌশলীরা বিশাল প্রতিবেশী চীনের সঙ্গে যুদ্ধের ক্ষেত্রে নিজেদের যুদ্ধকৌশল কেমন হবে তা বোঝার জন্য ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং দেশটির প্রতিরোধের বিষয়গুলো অধ্যয়ন করছেন। চিউ কুও-চেং বলেন, ‘আমরা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে অনেক কিছু শিখছি।’ 

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ডামাডোলের মধ্যে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। তাইওয়ানকে চীন তার নিজের ভূখণ্ড হিসেবেই দেখে। এ কারণে এই দ্বীপরাষ্ট্রের কাছেই গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে সামরিক কার্যক্রম অব্যাহত রেখেছে চীন। তবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই তাইপে চীনের এমন মনোভাবের তীব্র বিরোধী। তিনি তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবেই মনে করেন। 

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া