হোম > বিশ্ব > এশিয়া

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ঢাকা: ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার একটি টুইট বার্তায় তিনি এমনটি বলেন।

টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলা জঙ্গিগোষ্ঠী হামাসকে বহু বছর পিছিয়ে দিয়েছে। তাঁদেরকে এমন আঘাত করা হয়েছে যা তাঁরা প্রত্যাশা করেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারও দশম দিনের মতো গাজায় হামলা অব্যাহত রাখা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ১০০ নারী ও শিশু রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

ইসরায়েল সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, গাজায় বিমান হামলায় এ পর্যন্ত ১৫০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু বলা হয়নি।

গতকাল মঙ্গলবার ইসরায়েলে হামাসের রকেট হামলায় দুই থাই কর্মী নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মিশর এবং জর্ডানের সহায়তায় ফ্রান্স একটি খসড়া রেজ্যুলেশন উত্থাপন করেছে।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২