হোম > বিশ্ব > এশিয়া

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ঢাকা: ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার একটি টুইট বার্তায় তিনি এমনটি বলেন।

টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলা জঙ্গিগোষ্ঠী হামাসকে বহু বছর পিছিয়ে দিয়েছে। তাঁদেরকে এমন আঘাত করা হয়েছে যা তাঁরা প্রত্যাশা করেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারও দশম দিনের মতো গাজায় হামলা অব্যাহত রাখা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ১০০ নারী ও শিশু রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

ইসরায়েল সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, গাজায় বিমান হামলায় এ পর্যন্ত ১৫০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু বলা হয়নি।

গতকাল মঙ্গলবার ইসরায়েলে হামাসের রকেট হামলায় দুই থাই কর্মী নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মিশর এবং জর্ডানের সহায়তায় ফ্রান্স একটি খসড়া রেজ্যুলেশন উত্থাপন করেছে।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত