হোম > বিশ্ব > এশিয়া

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

ঢাকা: ইসরায়েলি নাগরিকদের জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। গতকাল মঙ্গলবার একটি টুইট বার্তায় তিনি এমনটি বলেন।

টুইট বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলা জঙ্গিগোষ্ঠী হামাসকে বহু বছর পিছিয়ে দিয়েছে। তাঁদেরকে এমন আঘাত করা হয়েছে যা তাঁরা প্রত্যাশা করেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারও দশম দিনের মতো গাজায় হামলা অব্যাহত রাখা হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত ২১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে প্রায় ১০০ নারী ও শিশু রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

এছাড়া হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে দুই শিশু রয়েছে। ইসরায়েল স্বাস্থ্য কর্তৃপক্ষ এমনটি জানিয়েছে।

ইসরায়েল সেনাদের পক্ষ থেকে বলা হচ্ছে, গাজায় বিমান হামলায় এ পর্যন্ত ১৫০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন। তবে হামাসের পক্ষ থেকে এ নিয়ে এখনো কিছু বলা হয়নি।

গতকাল মঙ্গলবার ইসরায়েলে হামাসের রকেট হামলায় দুই থাই কর্মী নিহত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মিশর এবং জর্ডানের সহায়তায় ফ্রান্স একটি খসড়া রেজ্যুলেশন উত্থাপন করেছে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে