হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ১২০, আহত হাজার ছাড়িয়ে

অনলইন ডেস্ক 

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ১২০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এ ভুম্পিকম্পে আহত হয়েছেন হাজারের অধিক। হেরাত প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান মোসা আশরি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

মোসা আশরি এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত ১২০ জন প্রাণ হারিয়েছেন ও হাজারের অধিক নারী, শিশু এবং বৃদ্ধ আহত হয়েছেন।’ 

আজ শনিবার বেলা ১১টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে দেশটির একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি ১৪ জন নিহতের কথা জানায়। 

ওই সময় হেরাত প্রদেশের জনস্বাস্থ্য পরিচালক মোহাম্মদ তালেব শহিদ এএফপিকে বলেন, ‘এখন পর্যন্ত কেন্দ্রীয় হাসপাতালে নেওয়া ব্যক্তিদের মধ্যে উল্লেখিত সংখ্যক মানুষ মারা গেছে। তবে এটিই চূড়ান্ত নয়। ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ চাপা পড়ে থাকার খবর পেয়েছি আমরা।’ 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫,৪ দশমিক ৭,৬ দশমিক ৩,৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে।

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক