হোম > বিশ্ব > এশিয়া

গোতাবায়াকে আরও ১৪ দিন সিঙ্গাপুরে রাখার অনুরোধ শ্রীলঙ্কার

গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে সিঙ্গাপুরে আশ্রয় নেওয়া সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষেকে আরও ১৪ দিন সেখানে থাকার অনুমতি দিতে সিঙ্গাপুর সরকারকে অনুরোধ করেছে শ্রীলঙ্কা সরকার। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

গোতাবায়া রাজাপক্ষের সিঙ্গাপুরে থাকার ভিসার মেয়াদ আগামী ১১ আগস্ট শেষ হবে। তারপর তাঁর দেশে ফেরার কথা। মেয়াদ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কা সরকারের তরফ থেকে তাঁকে আরও ১৪ দিন সিঙ্গাপুরে রাখার অনুরোধ করা হলো। 

সিঙ্গাপুরের স্থানীয় গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, সরকারের অনুরোধে রাজাপক্ষে আরও কিছুদিন সিঙ্গাপুরে থাকবেন বলে আশা করা হচ্ছে। 

গত ১৪ জুলাই প্রথমে শ্রীলঙ্কা থেকে মালদ্বীপ পালিয়ে গিয়েছিলেন গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ১৪ দিনের ‘ভিজিট ভিসা’ দেয় সিঙ্গাপুর সরকার। 

গোতাবায়া সিঙ্গাপুর থেকেই ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। এরপর ১৫ জুলাই শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে রাজাপক্ষের আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে গত ৯ জুলাই বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবন দখল করলে ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপক্ষে আত্মগোপনে চলে গিয়েছিলেন। পরে তিনি মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালিয়ে যান।

বর্তমানে রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি গত ২১ জুলাই প্রধান বিচারপতি জয়ন্ত জয়সুরিয়ার কাছে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২