বিগত ৩ দিনে মিয়ানমারে বিদ্রোহীদের আক্রমণে অন্তত ৪০ জান্তা সৈন্যের মৃত্যু হয়েছে। দেশটির একাধিক এলাকায় বিদ্রোহী পিপল’স ডিফেন্স ফোর্স (পিডিএফ) এবং এথনিক আর্মড অর্গানাইজেশনসের (ইএও) সদস্যদের হামলায় জান্তা সৈন্যরা প্রাণ হারায়।
থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাগাইন, মগউই, বাগো, ইয়াঙ্গুন ও তানিনথারি অঞ্চল এবং দেশটির চিন, কারেন ও মন রাজ্যের বিভিন্ন আক্রমণের ঘটনায় ওই ৪০ জন সৈন্য মারা গেছে। তবে জান্তা বাহিনীর সৈন্যরা বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়ার সময় মগউই এবং সাগাইনে একাধিক গ্রাম লুট করে জ্বালিয়ে দিয়েছে।
মিয়ানমারের চিন রাজ্যে স্থানীয় বিদ্রোহীগোষ্ঠী চিনল্যান্ড ডিফেন্স ফোর্সের আক্রমণে জান্তা বাহিনীর একটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয়েছে। গতকাল রোববার চিন রাজ্যের কানপেতলেত শহরে এই ঘটনা ঘটে। পাশাপাশি মন রাজ্যে পিডিএফ বিদ্রোহীদের পাতা ফাঁদে অন্তত ১০ জান্তা সৈন্যের মৃত্যু হয়েছে। পিডিএফ দাবি করেছে, গতকাল রোববার ইয়ে শহর থেকে জান্তা সৈন্যদের একটি বহর যখন থানপায়ু জায়াত শহরের দিকে যাচ্ছিল তখন পথিমধ্যে তাদের অ্যামবুশে পড়ে ওই ১০ সৈন্যের মৃত্যু হয়।
এদিকে, তানিনথারি এলাকায় পিডিএফ সেনাদের পাতা আরেকটি অ্যামবুশে পড়ে আরও অন্তত ১৫ জান্তা সেনার মৃত্যু হয়েছে। গত শুক্রবার তানিনথারির ৬টি বিদ্রোহী গোষ্ঠী মিলে ওই অ্যামবুশটি পেতেছিল। বিদ্রোহীরা জানিয়েছে, প্রায় ১০০ জান্তা সেনার একটি বহর ঘটনাস্থলের পাশের একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে যাচ্ছিল। এই সময় অ্যামবুশে ১০ সেনা প্রাণ হারালেও বাকিরা পালিয়ে যায়। অপরদিকে, গত শনিবারে সাগাইনের চৌঙ-উ শহরে বিদ্রোহীদের হামলায় অন্তত আরও ৬ জান্তা সেনার মৃত্যু হয়েছে।